প্রকাশ: শুক্রবার, ১৬ মে, ২০২৫, ৭:৩৩ PM
গাজীপুরের জয়দেবপুর থানা পুলিশের উদ্যোগে জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, কিশোর অপরাধ, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) ভাওয়ালগড় ইউনিয়নে আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ওসি আব্দুল হালিম বলেন, “পুলিশ জনগণের বন্ধু। সমাজে শান্তি প্রতিষ্ঠায় আমরা প্রতিনিয়ত কাজ করছি। তবে শুধুমাত্র পুলিশের পক্ষে সব কিছু নিয়ন্ত্রণ সম্ভব নয়, এজন্য জনগণের সহযোগিতা প্রয়োজন।” তিনি বলেন, “আপনাদের আশপাশে যারা মাদক ব্যবসা বা অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত, তাদের সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বদ্ধপরিকর।” তিনি আরও বলেন, সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ যেমন দায়িত্ব পালন করে, তেমনি সাধারণ মানুষেরও দায়িত্ব রয়েছে। সবাই সচেতন হলে অনেক অপরাধ সহজেই প্রতিরোধ করা সম্ভব। সভায় সংশ্লিষ্ট বিট অফিসাররা এলাকার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের ধরন এবং প্রতিরোধমূলক ব্যবস্থার বিস্তারিত তুলে ধরেন। বিট পুলিশিং সভার মাধ্যমে জনগণের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপন করে নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়াই পুলিশের লক্ষ্য—এমনটাই জানান সভায় অংশ নেওয়া কর্মকর্তারা।