প্রকাশ: শুক্রবার, ১৬ মে, ২০২৫, ৭:২২ PM
মাদ্রিদের বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির সাধারণ সভা রাজপূত রেস্টুরেন্টে গতকাল অনুষ্টিত হয়েছে। সংগঠনের সভাপতি মিল্টন ভূঁইয়া কচির সভাপতিত্বে ইয়াং রাজ্ খান কমল রাজুর পরিচালনায় সংগঠনের নানা কার্যক্রম নিয়ে আলোচনায় অংশ নেন, উপদেষ্টা রাসেল দেওয়ান, সুমন নূর, শাহ আলম۔সিনিয়র সহসভাপতি আল আমিন শেখ, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, অর্থ সম্পাদক আলমগীর হুসেন, সদস্য মুক্তার হুসেন, যুবরাজ খান কাজল, নিজাম মুন্সি, তানভীর আহমেদ, জহিরুল ইসলাম, এস এম মনির, মোহাম্মদ রনি খান সহ বিপুল সংখ্যক বিক্রম পুর মুন্সিগন্গঞ্জ বাসি এসময় উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনের নতুনদের স্বাগত জানান, পাশাপাশি ঈদ পুনর্মিলনী, বার্ষিক আনন্দ ভ্রমণ সহ সংগঠনের কার্যক্রম আরো গতিশীল এবং সদস্যদের কল্যানে বিভিন্ন দিক-নিয়ে আলোকপাত করেন।