শুক্রবার ১৪ নভেম্বর ২০২৫ ৩০ কার্তিক ১৪৩২
 
শিরোনাম:


আন্তর্জাতিক
গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৫৩ হাজার, একদিনে ১৪৩ ফিলিস্তিনিকে হত্যা
প্রকাশ: শুক্রবার, ১৬ মে, ২০২৫, ৪:০৬ পিএম   (ভিজিট : ৭৬)
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ১৪৩ জন ফিলিস্তিনি নিহত এবং দেড় শতাধিক আহত হয়েছেন। এর ফলে উপত্যকাটিতে মোট মৃতের সংখ্যা ৫৩ হাজার ছাড়িয়েছে।

শুক্রবার (১৬ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু পৃথকভাবে এই তথ্য জানিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ১৪৩ জন নিহত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জাবালিয়া শরণার্থী শিবিরে আল-তাওবাহ ক্লিনিকে হামলায় ১৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে।

আনাদোলু তাদের প্রতিবেদনে উল্লেখ করে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় মোট ৫৩ হাজার ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় আরও ১৫২ জন আহত হয়েছেন এবং মোট আহতের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৯৯৮ জনে দাঁড়িয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন এবং উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। উল্লেখ্য, দীর্ঘ ১৫ মাস পর আন্তর্জাতিক চাপে গত ১৯ জানুয়ারি ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। তবে, গাজা থেকে সেনা প্রত্যাহার নিয়ে মতানৈক্যের জেরে গত ১৮ মার্চ থেকে ইসরায়েল পুনরায় বিমান হামলা শুরু করে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সেই সময় থেকে এ পর্যন্ত ২ হাজার ৮৭৬ জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় ৮ হাজার জন আহত হয়েছেন। এই হামলা জানুয়ারির যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় গাজার প্রায় ৯০ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এবং সেখানকার অধিকাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে, গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অধিকন্তু, ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার সম্মুখীন হয়েছে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: ব্রিটিশ মন্ত্রীকে প্রধান উপদেষ্টা
ভারত সফরে যাচ্ছেন নিরাপত্তা উপদেষ্টা
বিচারকদের নিরাপত্তাসহ ২ দাবি, না মানলে রবিবার থেকে কলম বিরতির হুঁশিয়ারি
মুরাদ-তাইজুলের ঘূর্ণিতে ইনিংস ব্যবধানে জিতল বাংলাদেশ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

আলোকিত ব্যক্তিত্ব প্রিয় শিক্ষক আব্দুল মতিন
জনপ্রিয় জাদুশিল্পী প্রিন্স হারুন ফের আন্তর্জাতিক মঞ্চে
গাজীপুর সদরে পেট্রোল বোমা সহ আটক -৩
ফ্যাসিস্ট গণহত্যাকারী শেখ হাসিনার কোনো লকডাউন বাংলাদেশে চলবে না” — বাউফলে ড. শফিকুল ইসলাম মাসুদের ঘোষণা
সত্তরের ১২ নভেম্বর এই দিনে প্রাণ হারায় দেড় লক্ষাধিক মানুষ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com