রবিবার ১৫ জুন ২০২৫ ১ আষাঢ় ১৪৩২
 
শিরোনাম:


গত ৮ মাসে পাচার হয়েছে ৯০ হাজার কোটি টাকা: মির্জা আব্বাস
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৮:৩৭ PM

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকারের সাঙ্গপাঙ্গরাই লুটপাট-ব্যাংক ডাকাতি করছে। গত ৮ মাসে ৯০হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে। এখন আমরা পাচারকারীদের পাল্লায় আছি। উপদেষ্টাদের অনেকের বাপ-চাচারা ব্যবসা শুরু করেছে, ঘুষ খাওয়া শুরু করেছে। এ সরকারের বিরুদ্ধে কোনো মিডিয়ায় কোনো কথা নাই। মিডিয়ার কোনো স্বাধীনতা নাই। লজ্জায় আরও অনেক কর্মকাণ্ডের কথা বলছি না।

বৃহস্পতিবার  (১৫ মে) বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে কুমিল্লায় বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। আগে আমরা ছিলাম কুকুরের মুখে, এখন বাঘের মুখে। সিন্দাবাদের বুড়ো, আমাদের ঘাড়ে চেপে বসেছে; ঘাড় থেকে নামতে চান না।ওনাকে ঘাড় থেকে ঝাঁকি দিয়ে নামাতে হবে। আমাদের নির্বাচন আদায় করে নিতে হবে। জনগণের ভোটের অধিকার, আমাদের ন্যায্য অধিকার। হিসেবের পাওনা, আমরা বুঝে নিতে চাই; আমরা ভিক্ষা চাই না। 

মির্জা আব্বাস বলেন, অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারণে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই। মির্জা আব্বাস অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, মিয়ানমারের সঙ্গে মানবিক করিডোর ইস্যুতে সিদ্ধান্ত দেওয়ার মালিক আপনারা নন। করিডোর দেওয়ার বিষয়ে সাবধান হওয়ার আহ্বান জানাই। নির্বাচিত সরকার ছাড়া এ সিদ্ধান্ত আপনারা নিতে পারেন না। করিডোরের বিরুদ্ধে অবস্থান নেবে বিএনপি। এ সমস্ত অপকর্ম যদি করতে চান তার পরিণতি ভয়াবহ হওয়ার সম্ভাবনা আছে।

এসময় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক সংসদ সদস্য আমিন উর রশিদ ইয়াছিন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মো. মোস্তাক মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াছিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারি আবু, সচিব ইউসুফ মোল্লা টিপু। এই আয়োজনে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমিরসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

এবার দিনের আলোয় ইসরায়েলে হামলা শুরু ইরানের
কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ৪০
কুড়িগ্রামে দুই সাংবাদিক মব ভাই লেন্সের শিকার
মারা গেছেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোস্তফা মোহসীন মন্টু
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

দলীয় সংকটে পরীক্ষিত নেতৃত্ব-এরশাদ আলম জর্জ এখন শেরপুর-৩-এর ভরসা
সালথায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ওপর অতর্কিত হামলা আহত- ৪
ঝিনাইগাতীতে পাহাড় ও নদী থেকে পাথর ও বালু লুটপাট চলছেই ,সৌন্দর্য হারাচ্ছে গারো পাহাড়
ফের করোনায় বাড়ছে ‘উদ্বেগ’, এইচএসসি পরীক্ষা যথাসময়ে
গাজীপুরের পুবাইল থেকে ০৬ ভুয়া পুলিশ আটক
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com