শুক্রবার ১৩ জুন ২০২৫ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
 
শিরোনাম:


লাইভ চলাকালে টিকটকারকে গুলি করে হত্যা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৮:২৮ PM

মেক্সিকান বিউটি ইনফ্লুয়েন্সার ভ্যালেরিয়া মার্কেজের বয়স মাত্র ২৩ বছর। তিনি একজন টিকটকার। প্রায় সময় লাইভে এসে অনুসারীদের সঙ্গে কথা বলেন তিনি। ১৩ মে রাতেও বিউটি সেলুন থেকে টিকটকে লাইভে অনুসারীদের সঙ্গে কথা বলছিলেন ভ্যালেরিয়া মার্কেজ। ঠিক সে সময় এক অস্ত্রধারী যুবক সেলুনে ঢুকে তাকে গুলি করে হত্যা করে। বিবিসি এক প্রতিবেদনে জানায়, মেক্সিকোর জালিস্কো রাজ্যের জাপোপান এলাকায় এ ঘটনা ঘটে। এরইমধ্যে এ হত্যাকাণ্ডের তদন্তে নেমেছে রাষ্ট্রীয় প্রসিকিউটর অফিস। 

দেশটির পুলিশ জানায়, গুলি করার কয়েক সেকেন্ড আগেও ভেলেরিয়া মার্কেজ টিকটকে লাইভ করছিলেন। সে সময় কেউ একজন তার কাছে এসেছিল। কিছুক্ষণ পরে গুলির শব্দ শোনা যায়। এরপর এক ব্যক্তিকে ফোন তুলে নিতে দেখা যায়। তখনও লাইভ চলছিল। তার মুখ কিছুক্ষণের জন্য দেখা যায়। চোখের সামনে এমন করুণ মৃত্যু মানতে নারাজ তার অনুসারীরা। একইসঙ্গে এই মৃত্যুর ঘটনায় তীব্র প্রতিক্রিয়ায় তোলপাড় হয়ে উঠেছে পুরো মেক্সিকোতে। উল্লেখ্য, মেক্সিকোতে নারীদের হঠাৎ গুলি করে মারার ঘটনা নতুন নয়। কয়েকদিন আগেও দেশটির ভেরাক্রুজ রাজ্যে মেয়র পদপ্রার্থী এক নারীকে লাইভের মধ্যেই গুলি করে হত্যা করা হয়। তার সঙ্গে আরও তিনজন নিহত হন।







আরও খবর


প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com