প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ৯:৫৬ AM
বলিউডের অন্যতম সেরা সুন্দরী অভিনেত্রী উর্বশী রাউতেলা। নিজের রূপের ঐশ্বর্যে কাবু করেছেন বিশ্ববাসীকে। মুগ্ধতা ছড়িয়ে জিতেছেন কোটি মানুষের ভালোবাসা। তবুও মাঝেমধ্যেই নানা মন্তব্যের কারণে নেটিজেনদের কটাক্ষের শিকার হন তিনি। এবার পোশাকের কারণে নেটাগরিকদের তোপের মুখে পড়েছেন বলি সুন্দরী। চলমাম ৭৮তম কান উৎসবে চোখে নীল রঙের আইশ্যাডো।
হেয়ারস্টাইলের কায়দাও বেশ নাটকীয়তার ছোয়া৷ সেই সঙ্গে ক্রিস্টালের হেয়ারব্যান্ড৷ অফ শোল্ডার গাউন। তাতে নানা রঙের মিলমিশ। ২০২৫ সালের ‘কান চলচ্চিত্র’ উৎসবের লাল গালিচায় ঠিক এই রূপেই ধরা দিলেন অভিনেত্রী।
উর্বশীর কানে ছিল মানানসই দুল। ফ্রান্স ফ্যাশনের শহর। সে দেশে গিয়ে নিজেকে একটু অন্য ভাবেই সকলের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু সেই চেষ্টার ফল হলো তিক্ত। রেড কার্পেটে হাঁটার সময় অভিনেত্রীর হাতে ছিল প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার ক্লাচ। তবে অভিনেত্রীর সাজ মনে ধরল না অনুরাগীদের। অভিনেত্রীর ছবি সামাজিক মাধ্যমে পোস্ট হতেই ধেঁয়ে আসে একের পর এক কড়া সমালোচনা। অনেকেই বলছেন এ যুগে এসেও উল্টোপথে হাঁটলে কী করে হয়! অভিনেত্রীর অতিরিক্ত রূপসজ্জা মন ভরাতে পারেনি নেটিজেনদের। অনেকে আবার অভিনেত্রী ‘এ আই’ বলে বিদ্রুপ করেছেন।
পোস্টের মন্তব্যের ঘরে মিলেছে তার প্রমাণ। অভিনেত্রীর পোস্টে একজন লিখেছেন, ‘জঘন্য সাজ।’ অন্য একজন লিখেছেন, ‘উর্বশীকে এড়িয়ে যাওয়া ভালো হবে।’ এবারই প্রথম না এর আগে ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে গলায় টিকটিকি জড়িয়ে কটাক্ষের মুখে পড়েছিলন উর্বশী।