শুক্রবার ১৩ জুন ২০২৫ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
 
শিরোনাম:


নগ্নতা বন্ধে যে উদ্যোগ কান উৎসবে
রিমন মাহফুজ
প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৭:৩৬ PM

বছর ঘুরে ফের ফ্রান্সের কান সৈকতে বসেছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসব। এরইমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে নির্মাতা অভিনয়শিল্পীরা এসে যোগ দিয়েছেন তাতে। 
কান উৎসবের সবচেয়ে আকর্ষণীয় দিক লাল গালিচা। যেখানে মনের মতো পোশাকে নিজেদের মেলে ধরেন তারা। এবার উৎসবটিতে একটি বিশেষ নিয়ম বেঁধে দিল কর্তৃপক্ষ। কানে আপত্তিকর পোশাক নিষিদ্ধ করা হয়েছে। কতৃপক্ষ জানিয়েছে, ড্রেস কোডের মূল উদ্দেশ্য পোশাক নিয়ন্ত্রণ করা নয়, বরং রেড কার্পেটে সম্পূর্ণ নগ্নতা নিষিদ্ধ করাই তাদের লক্ষ্য। ৭৮তম আসর শুরু করার প্রাক্কালে রেড কার্পেটের পোশাক নীতিমালায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন নিয়ম অনুযায়ী, সম্পূর্ণ নগ্নতা এবং অতিরিক্ত বিব্রতকর পোশাক রেড কার্পেট এবং উৎসবের অন্যান্য এলাকায় নিষিদ্ধ করা হয়েছে।

উৎসবের আয়োজকরা জানিয়েছেন, এই পরিবর্তনের মূল লক্ষ্য হলো ফরাসি আইন অনুযায়ী শালীনতা বজায় রাখা এবং অতিথিদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে এমন পোশাক পরিহার করা। এবারের উৎসবে অফিসিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে ২২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, ১১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। উৎসবটির সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপামের জন্য মূল প্রতিযোগিতা শাখায় লড়বে ১২টি ছবি। আঁ সেঁর্তা রিগা শাখায় থাকছে ২০টি চলচ্চিত্র, প্রতিযোগিতার বাইরে ১২টি ছবি, মিডনাইট সেশনসে ৫টি, কান প্রিমিয়ারে ১০টি এবং স্পেশাল সেশনস শাখায় রাখা হয়েছে ৯টি ছবি। কান ক্লাসিক সেশনসে নির্বাচিত ৩০টি ছবি। লা সিনেফ শাখায় রয়েছে ১৬ টি।







আরও খবর


প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com