প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫, ৫:১৫ PM
জন্মদিন উদযাপন শুধু আনন্দের জন্য নয়, বরং একটি ইবাদতের মাধ্যমে করা উত্তম। একটি মহৎ কাজ হলো দান করা। এই দিনে দুঃস্থ ও অসহায়দের সাহায্য করা। সেই বিশ্বাসে এমন একটি জন্মদিন উদযাপন করলেন দৈনিক সংবাদ প্রতিদিনের সিনিয়র সাব এডিটর সৈয়দা পারভীন বৃষ্টির ছেলে খাঁন মো. আবু হুরাইরা রিশাদ।
রিশাদের ৭তম জন্মদিনে রবিবার রাজধানীর কমলাপুর রেল স্টেশনে দুস্থ ও অসহায় পথ শিশুদের সঙ্গে নিয়ে আনন্দ ভাগাভাগি করে নিয়েছে।
কমলাপুর রেল স্টেশনে দুস্থ ও অসহায় নারী-পুরুষসহ পথ শিশুদের নিয়ে প্রথমে মমবাতি জ্বালিয়ে কেক কাটেন রিশাদ। সেই কেক সবাইকে খেতে দিয়ে এরপর সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য বিলি করেন।
এ সময় দুস্থ ও অসহায় লোকজন ছাড়াও রিশাদের মা সৈয়দা পারভীন বৃষ্টি, বেশ কয়েকজন আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন।
রিশাদের মা সৈয়দা পারভীন বৃষ্টি বলেন- জন্মদিন মানেই সবার কাছে বিশেষ একটা দিন। প্রায় সবাই চায় প্রিয়জনদের শুভেচ্ছা, ভালোবাসা আর আন্তরিকতা। ছেলের জন্মদিনটি উদযাপিত হোক কোন জনহিতকর ভালো কাজের মাধ্যমে। এটি আমার চাওয়া ছিল। শৈশব থেকেই ছেলে আর্ত মানবতার সেবায় কাজটি শিখবে এবং বড় হয়ে মানুষের কল্যাণে কাজ করবে এটি আমার একান্ত চাওয়া। ছেলের জন্য সবার দোয়া কামনা করি।