রবিবার ১৫ জুন ২০২৫ ১ আষাঢ় ১৪৩২
 
শিরোনাম:


যুদ্ধে বিজয় দাবি ভারত-পাকিস্তানের, আসলে জয়ী কে?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫, ২:৩৩ PM

সিএনএনের বিশ্লেষণ: যুদ্ধ জয়ী হতে চায় সবাই, পরাজয়ের দায় নিতে চায় না কেউ। সম্প্রতি ভারত ও পাকিস্তানের যুদ্ধের ক্ষেত্রেও ঘটেছে এমনটি। যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় যুদ্ধবিরতিতে রাজি হলেও ভারত ও পাকিস্তান উভয় দেশই দাবি করছে তারা এ যুদ্ধে জয়ী হয়েছে। দেশগুলোর গণমাধ্যম থেকে শুরু করে মন্ত্রী, রাজনৈতিক দল এবং সাধারণ জনগণও নিজেদের জয়ী দাবি করছে। যদিও বাস্তবতা ভিন্ন। সংক্ষিপ্ত এ যুদ্ধে তেমন সুবিধা করতে পারেনি পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর কেউই।

গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় পাকিস্তান ও ভারত একটি পূর্ণাঙ্গ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এর কিছুক্ষণ পরই ভারতের একাধিক সংবাদ মাধ্যম ‘পাকিস্তান আত্মসমর্পণ করেছে’ শিরোনামে খবর প্রচার করে। 
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, গত মাসে ভারত-শাসিত কাশ্মীরে পর্যটকদের হত্যার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক পদক্ষেপ সন্ত্রাসীদের কাছে একটি সাহসী বার্তা।

অন্যদিকে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরই পাকিস্তানের বিভিন্ন শহরের রাস্তায় নেমে উল্লাস করেন দেশটির সাধারণ জনগণ।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাজবাজ শরীফ এ যুদ্ধবিরতিকে ইতিহাস সৃষ্টিকারী পদক্ষেপ বলে অভিহিত করে বলেন, ‘মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই আমাদের যুদ্ধবিমানগুলো ভারতের বন্দুকগুলোকে নীরব করে দেওয়ার ঘটনা ইতিহাস হয়ে থাকবে, যা সহজে ভোলা যাবে না।’ তবে বাস্তবতা বলছে, সংক্ষিপ্ত এ যুদ্ধে উভয় পক্ষই যেমন নিজেদের শক্তি প্রদর্শন করেছে, তেমনি ক্ষতির সম্মুখীনও হয়েছে। পাকিস্তানের দাবি অনুযায়ী, তাদের পাইলটরা আকাশযুদ্ধে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে, যার মধ্যে তিনটি উন্নত ফরাসি-নির্মিত রাফালও রয়েছে। এক প্রতিবেদনে মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, পাকিস্তান যখন ভারতীয় বিমান ভূপাতিত করার দাবি করেছিল, ঠিক সেই সময় পাকিস্তান সীমান্তবর্তী ভারতীয় রাজ্যগুলোতে দুটি বিমান বিধ্বস্ত হওয়ার পাওয়া যায়।  

একজন উচ্চপদস্থ ফরাসি গোয়েন্দা কর্মকর্তা সিএনএনকে নিশ্চিত করেন, পাকিস্তান কমপক্ষে একটি ভারতীয় রাফায়েল ভূপাতিত করেছে। এটি প্রথমবারের মতো ফ্রান্স নির্মিত অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান ভূপাতিতের ঘটনা। ভারত জানিয়েছিল, মঙ্গলবার দিবাগত রাতের হামলার মেয়াদ ছিল ২৫ মিনিট। স্থানীয় সময় ১টা ৫ মিনিটে হামলা শুরু হয়, শেষ হয় ১টা ৩০ মিনিটে।

বিশেষজ্ঞরা বলছেন, এত অল্প সময়ে একাধিক যুদ্ধবিমান হারানো ভারতের জন্য বিশাল ক্ষতি। যদিও ভারতীয় কর্মকর্তারা এখনও বিষয়টি স্বীকার করেননি। এদিকে ভারত নতুন স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে, ভারতীয় বিমান হামলায় একাধিক পাকিস্তানি সামরিক ঘাঁটির বিমান স্ট্রিপ এবং রাডার স্টেশনগুলোর গুরুতর ক্ষতি হয়েছে। তবে পাকিস্তান বলছে, ভারতের হামলায় সামন্যই ক্ষতি হয়েছে। 
এসব পরিস্থিতি বিবেচনায় বিশেষজ্ঞরা বলছেন, ভারত ও পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক নেতারা তাদের ইচ্ছামতো মতো বক্তব্য দিচ্ছেন, কিন্তু এই সংঘাতে কোনো স্পষ্ট বিজয়ী নেই।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ৪০
কুড়িগ্রামে দুই সাংবাদিক মব ভাই লেন্সের শিকার
মারা গেছেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোস্তফা মোহসীন মন্টু
বিএনপির সঙ্গে চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বৈঠক
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

দলীয় সংকটে পরীক্ষিত নেতৃত্ব-এরশাদ আলম জর্জ এখন শেরপুর-৩-এর ভরসা
সালথায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ওপর অতর্কিত হামলা আহত- ৪
ঝিনাইগাতীতে পাহাড় ও নদী থেকে পাথর ও বালু লুটপাট চলছেই ,সৌন্দর্য হারাচ্ছে গারো পাহাড়
ফের করোনায় বাড়ছে ‘উদ্বেগ’, এইচএসসি পরীক্ষা যথাসময়ে
গাজীপুরের পুবাইল থেকে ০৬ ভুয়া পুলিশ আটক
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com