শনিবার ২১ জুন ২০২৫ ৭ আষাঢ় ১৪৩২
 
শিরোনাম:


আইপিএল স্থগিতে বিশাল আর্থিক ক্ষতির মুখে ভারতীয় ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, ৬:৫২ PM

ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির প্রত্যক্ষ প্রভাব পড়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। আপাতত এক সপ্তাহের জন্য বন্ধ হয়ে গেছে আইপিএলের ১৮তম আসর। দেশের সার্বভৌমত্ব ও সুরক্ষার এই সংকটময় মুহূর্তে, সশস্ত্র বাহিনীর সাহসিকতা ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে ভারত। তবে এই স্থগিতা ফলে ভারতীয় ক্রিকেট, ফ্র্যাঞ্চাইজি দল, স্পনসর থেকে শুরু করে ক্রিকেটাররা এক অভূতপূর্ব আর্থিক ক্ষতির মুখে পড়েছে। এমনটায় জানায় হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে। 

প্রতিবেদনের তথ্য অনুসারে, একটি আইপিএল ম্যাচ বাতিল হওয়ার কারণে আনুমানিক ১০০ থেকে ১২৫ কোটি টাকার ক্ষতি হয়। সম্প্রচার স্বত্ব, বিজ্ঞাপন চুক্তি ও স্টেডিয়ামে ম্যাচ-সংক্রান্ত আয়, সবকিছুই এই ক্ষতির আওতায় পড়ে। বিমা থাকলেও, মোট ক্ষতির প্রায় অর্ধেকই পুনরুদ্ধার করা সম্ভব নয়। যদি পুরো টুর্নামেন্টই বাতিল হয়ে যায়, তাহলে হোস্ট ব্রডকাস্টারদের আনুমানিক ৫,৫০০ কোটির বিজ্ঞাপন আয়ের এক তৃতীয়াংশ হারাতে হবে। বাংলাদেশি টাকায় যা প্রায় ৮ হাজার কোটি টাকা। 

এখনও পর্যন্ত টুর্নামেন্টের প্রায় তিন-চতুর্থাংশ ম্যাচ সম্পন্ন হয়েছে। বাকি ১৬টি ম্যাচের ভবিষ্যৎ নির্ভর করছে আগামী সাত দিনের পরিস্থিতির উপর। পরবর্তী সিদ্ধান্ত জানাতে বিসিসিআই এবং আইপিএল গভর্নিং কাউন্সিল সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। 
এদিকে টুর্নামেন্ট মাঠে না গড়ালে খেলোয়াড়দের ক্ষতির সম্ভাবনা ক্ষীণ। তাদের চুক্তিভিত্তিক অর্থের একটা বড় অংশ আগেই নির্ধারিত। কেনন দলে নেওয়ার সময়ের ক্রিকেটারদের ম্যাচ ফির ৫০ শতাংশ দেওয়া হয়, এরপর আসরের মাঝ পথে দেওয়া হয় ২৫ শতাংশ। আর বাকি ২৫ শতাংশ দেওয়া হয় আসরের শেষে। সেক্ষেত্রে ধারনা করা হচ্ছে ক্রিকেটাররা ইতিমধ্যে ৭৫ শতাংশ অর্থ পেয়েছেন! তাই ব্যক্তিগতভাবে বড় আর্থিক ধাক্কা না এলেও, কম দর পাওয়া খেলোয়াড়দের ক্ষতি কিছুটা বেশি হতে পারে। 

আইপিএল স্থগিতে ক্ষতির মুখে যারা- 

ক্ষতির মুখে বিসিসিআই ও ফ্র্যাঞ্চাইজি দলগুলো: কেন্দ্রীয় আয়ের উপর নির্ভরশীল দলগুলোর ক্ষতি হবে সবচেয়ে বেশি।
স্পনসর ও সম্প্রচার সংস্থা: একাধিক ব্র্যান্ড ও মিডিয়া সংস্থা কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে, যেগুলো থেকে প্রত্যাশিত রিটার্ন এখন অনিশ্চিত।
স্থানীয় ব্যবসা ও পরিবহন পরিষেবা: ম্যাচ কেন্দ্রিক ব্যবসা যেমন রেস্তোরাঁ, পানশালা, ক্যাব-অটো পরিষেবা, এমনকি অনুমোদিত-অননুমোদিত পণ্য বিক্রেতারা, সবাই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

ডেঙ্গু-করোনার সঙ্গে ভোগাচ্ছে চিকুনগুনিয়া
বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু’র কুলখানি অনুষ্ঠিত
আইআরজিসির কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন খামেনি: রিপোর্ট
সাইকেল চালালে কমবে মানসিক চাপ
স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়ীতে দুইদিন যাবত নারীর অনশন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

হাজারো প্রবাসীদের উপস্থিতিতে প্যারিসে উদ্‌যাপিত হলো বাংলার মেলা
সালথার কাউন্সিল সম্মেলন কে সামনে রেখে প্রস্তুতি কর্মীসভা অনুষ্ঠিত
সোনারগাঁয়ে বর্জ্য ব্যবস্থাপনায় চরম অব্যবস্থা, ডাম্পিং জোনের দাবিতে সংবাদ সম্মেলন
শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিশ্ব বাবা দিবস উপলক্ষে আউটস্ট্যান্ডিং ফাদার অ্যাওয়ার্ড বিতরণ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com