প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৮:৩৯ PM
জার্মানিতে প্রবাসী বাঙ্গালিদের মধ্যে বাঙালি সংস্কৃতি প্রচারের ক্ষেত্রে বিক্রমপুর এসোসিয়েশন দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিক্রমপুর অ্যাসোসিয়েশন তাঁদের কার্যক্রম ভবিষ্যতের পরিচালনা করার জন্য একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার উদ্দেশ্যে একত্রিত হয়। গতকাল ২৭ এপ্রিল ২৫, রবিবার,শামসুল করিম পল-এর সভাপতিত্বে, জর্মানি বিক্রমপুর এসোসিয়েশনের কার্যকরী পরিষদের ১৯ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।
কমিটির সম্মানিত সদস্যরা হলেন,শামসুল করিম পল (সভাপতি), কামাল হোসেন ভূইয়া (সাধারণ সম্পাদক ), সহ-সভাপতি দোলন খান, দুলাল আহম্মদ ও সোয়েব হালদার। যুগ্ম-সাধারণ সম্পাদক সোহরাব হোসেন স্বপন ও দেলোয়ার হোসেন। সাংগঠনিক সম্পাদক,ফরিদ চৌধুরীর ও সাইদুর রহমান চপল। অর্থ সম্পাদক, আমির হোসেন বাদল। প্রচার সম্পাদক আব্দুল মান্নান খান (বাবুল) ও মো.সাকিব হোসেন। সাংস্কৃতিক সম্পাদক মুরাদ আহম্মদ, মহিলা বিষয়ক সম্পাদক হুমারিয়া আলম। এছাড়াও সন্মানিত কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন মো.আবু কাউসার হালদার, আকরামুজ্জামান ভূইয়া (কামাল), মনোয়ার হোসেন(লিটন) ও আতিকুর রহমান (সবুজ )।
কমিটিতে সন্মানিত উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন ইউনুস খান, মো. আব্দুল খালেক, মো.আজহার আলী, আলী চৌধুরী (কহিনুর ) ও জিল্লুর রহমান। কমিটি গঠনের পর উপস্থিত বক্তারা বলেন, বিক্রমপুরের সংস্কৃতি ও ঐতিহ্য বর্তমান প্রজন্মের মধ্যে প্রসারিত করার জন্য তারা কাজ করে যাবেন। এজন্যে বছরে দু'টি ঈদ উৎসব ও মাহে রমজানের ইফতারের আয়োজন করবেন। উল্লেখ্য যে, জার্মানি বিক্রমপুর অ্যাসোসিয়েশন,জার্মানিতে অবস্থানরত বাংলাদেশীদের চাকুরী সহযোগিতার পাশাপাশি বাংলাদেশীদের জার্মানিতে স্টুডেন্ট ভিসায় উচ্চতর শিক্ষার জন্য সহযোগিতা করে আসছে। জার্মানি বিক্রমপুর অ্যাসোসিয়েশনের সদস্যরা বাঙালি সংস্কৃত ও ঐতিহ্য নতুন প্রজন্মের মধ্যে প্রসারিত করার উদ্যোগ চলমান রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।