রবিবার ১৫ জুন ২০২৫ ১ আষাঢ় ১৪৩২
 
শিরোনাম:


ইউরোপ প্রবাসীদের সিস SIS সমস্যার সমাধানের দাবি আয়েবা'র
ফ্রান্স প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৫:৪১ PM

ইউরোপ প্রবাসীদের সিস SIS সমস্যার সমাধানের দাবি ও সেই লক্ষ্যে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়েবা। 

গত ২৮ শে এপ্রিল (রবিবার) প্যারিসস্হ আয়েবা'র সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি তুলে ধরেন সংগঠনের মহাসচিব কাজী এনায়েত উল্লাহ। তিনি জানান, এই সংগঠন দীর্ঘ ১২ বছরের সফল যাত্রায় সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে প্রবাসীদের মধ্যে সংহতি, সহযোগিতা ও প্রতিনিধিত্ব নিশ্চিত করার এক অনন্য নজির স্থাপন করে আসছে। 
দীর্ঘ এই পথচলায় এবার আয়েবা ইউরোপের বর্তমান নিরাপত্তা ও অভিবাসন পরিস্থিতিকে সামনে রেখে নতুন ও সময়োপযোগী একটি উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের কেন্দ্রে রয়েছে সিকিউরিটি শেনজেন ইনফরমেশন সিস্টেম (SIS), যা ইউরোপের অন্যতম বৃহত্তম ও সর্বাধিক ব্যবহৃত তথ্য বিনিময় ব্যবস্থা। এ ব্যবস্থার মাধ্যমে অনিবন্ধিত অনেক অভিবাসী, বিশেষ করে বাংলাদেশি প্রবাসীরা নানা ধরনের আইনি জটিলতা ও হয়রানির শিকার হচ্ছেন। অনেকে অজান্তেই বিভিন্ন দেশের আইনগত প্রক্রিয়ায় জড়িয়ে পড়ছেন, যার ফলে মানবাধিকার লঙ্ঘনের শঙ্কাও দেখা দিয়েছে। 

তিনি আরো বলেন,আয়েবার পক্ষ থেকে SIS সমস্যা সমাধানে জোরালোভাবে দাবি জানানো হয়েছে, বিশেষ করে ফ্রান্স, ইতালি, পর্তুগাল ও স্পেনের দায়িত্বপূর্ণ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ চলছে এবং আয়েবা ডেলিগেশন অচিরেই তাদের সাথে সরাসরি আলোচনায় বসবে। এ সময় তিনি আরো বলেন, আয়েবার প্রেসিডেন্ট ড. জয়নুল আবেদীনের নির্দেশনায়   সংবাদ সম্মেলনের মাধ্যমে এই বার্তা তুলে ধরা হলো। আয়েবা আশা করে, সংশ্লিষ্ট ইউরোপীয় দেশসমূহ এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে এবং ইউরোপপ্রবাসী বাংলাদেশিদের বর্তমান সংকট সমাধানে বিশেষ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে  মহাসচিব ছাড়াও বক্তব্য রাখেন সহসভাপতি ফকরুল আকম সেলিম (ফ্রান্স), মাহারুল ইসলাম মিন্টু (স্পেন), বিজনেস অ্যাফেয়ার্স সেক্রেটারি সুব্রত ভট্টাচার্য শুভ, নির্বাহী সদস্য আজহার কবির বাবু, এমদাদুল হক স্বপন প্রমুখ।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

ইরান সরকার সবচেয়ে দুর্বল, আঘাত হানার এখনই সময়: রেজা পাহলভি
জর্ডানে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের
লন্ডনে ‘একান্ত বৈঠকের’ আলোচনা জাতির সামনে পরিষ্কার করতে হবে : চরমোনাই পির
এবার দিনের আলোয় ইসরায়েলে হামলা শুরু ইরানের
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

দলীয় সংকটে পরীক্ষিত নেতৃত্ব-এরশাদ আলম জর্জ এখন শেরপুর-৩-এর ভরসা
সালথায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ওপর অতর্কিত হামলা আহত- ৪
ফের করোনায় বাড়ছে ‘উদ্বেগ’, এইচএসসি পরীক্ষা যথাসময়ে
ঝিনাইগাতীতে পাহাড় ও নদী থেকে পাথর ও বালু লুটপাট চলছেই ,সৌন্দর্য হারাচ্ছে গারো পাহাড়
গাজীপুরের পুবাইল থেকে ০৬ ভুয়া পুলিশ আটক
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com