শুক্রবার ১৪ নভেম্বর ২০২৫ ৩০ কার্তিক ১৪৩২
 
শিরোনাম:


রাজধানী
প্রশাসনের কঠোরতায় গুলশানে বন্ধ হলো ব্যাটারিচালিত রিকশা
প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬:২১ পিএম   (ভিজিট : ১৩২)
রাজধানীর গুলশান এলাকায় প্রশাসনের কঠোরতায় বন্ধ হয়েছে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল। গুলশানের প্রধান সড়ক থেকে অলিগলি, কোথাও দেখা যায়নি সড়ক দাপিয়ে বেড়ানো অনুমোদনহীন এসব রিকশার। ফলে সেই এলাকার সড়কগুলোতে পায়ে চালিত রিকশাচালকদের মাঝে স্বস্তি ফিরেছে। তারা বলছেন, প্রশাসনের এই উদ্যোগ প্রশংসনীয়। তবে এটা অব্যাহত রাখতে হবে। ট্রাফিক পুলিশের পাশাপাশি যারা রিকশায় চড়বেন, তাদেরকেও বিষয়টি মাথায় রাখতে হবে। 

শনিবার (১৯ এপ্রিল) বিকেলে গুলশান-১, গুলশান-২ ও বারিধারার কোনো সড়কে ব্যাটারিচালিত রিকশার দেখা যায়নি।
সরেজমিনে দেখা যায়, গুলশান এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে রাস্তার বিভিন্ন পয়েন্টে ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়েছে। পায়ে চালিত রিকশা চলাচল করলেও ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ। গুলশান-১ থেকে ২ নম্বর পর্যন্ত মূল সড়কসহ ভিতরের সড়কগুলোতেও একটি ব্যাটারিচালিত রিকশার দেখাও মেলেনি। ব্যাটারিচালিত যান চলাচল নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সতর্ক অবস্থানে দেখা গেছে। এর আগে, শুধুমাত্র নিবন্ধিত প্যাডেল চালিত রিকশা চলাচল করলেও বিগত ৭ থেকে ৮ মাস ধরে ব্যাটারিচালিত রিকশাও অবাধে চলাচল করছিল। এতে গুলশানে সড়ক দুর্ঘটনাও বাড়তে থাকে।

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার দুপুরের দিকে শতাধিক ব্যাটারিচালিত রিকশাচালক গুলশান-২ নম্বর থেকে ভেতরের রাস্তা দিয়ে মিছিল করতে করতে যায়। মিছিল শেষে তারা গুলশান সোসাইটির সাইনবোর্ড নিয়ে চলাচলকারী রিকশাগুলোর প্লেট খুলে ফেলে। পরে প্রশাসন বিষয়টি নজরে নিয়ে সড়কে সড়কে ব্যাটারি চালিত রিকশা আর উঠতে দেয়নি। এরপর থেকে গুলশান এলাকায় প্রবেশ করেনি কোনো ব্যাটারিচালিত রিকশা।

গুলশানে ব্যাটারিচালিত রিকশা বন্ধের উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, গুলশান সোসাইটি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার থেকে গুলশানের ৯টি প্রবেশপথে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে গুলশান সোসাইটি ২০ জন অতিরিক্ত গার্ডও পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

গুলশানের বাসিন্দা নিশাত আলী বলেন, আগে গুলশানে শুধু নিবন্ধিত রিকশাগুলো চলাচল করত। এতে করে পরিবেশটা খুব ভালো ছিল। কিন্তু ব্যাটারিচালিত রিকশা চলাচলের কারণে গুলশানের ভিতরে পরিবেশ নষ্ট করে দিয়েছে। প্রশাসনের নেওয়া উদ্যোগ প্রশংসার। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মুখপাত্র মকবুল হোসাইন জানান, স্থানীয় কমিউনিটিকে সঙ্গে নিয়ে ডিএমপির সহযোগিতায় ক্রমান্বয়ে সব এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধের উদ্যোগ নিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। এরই ধারাবাহিকতায় গুলশান সোসাইটির সহযোগিতায় গুলশান এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এলাকাবাসীকে সঙ্গে নিয়েই এই কাজটি নিয়মিত করবে ডিএনসিসি।







 সর্বশেষ সংবাদ

ধানমন্ডিতে মারধরের শিকার সালমা ইসলাম কারাগারে
শৈলকূপা’র সেই প্রতিবন্ধী নাজনীনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান
ব্যক্তি জীবনে কেমন ছিলেন অভিনেতা রাজীব
বিচারকের ছেলের মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণে: চিকিৎসক
দেশি মুরগি ৬০০ রুই ৪০০, মধ্যবিত্তের শেষ ভরসা এখন ব্রয়লার
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

আলোকিত ব্যক্তিত্ব প্রিয় শিক্ষক আব্দুল মতিন
জনপ্রিয় জাদুশিল্পী প্রিন্স হারুন ফের আন্তর্জাতিক মঞ্চে
গাজীপুর সদরে পেট্রোল বোমা সহ আটক -৩
ফ্যাসিস্ট গণহত্যাকারী শেখ হাসিনার কোনো লকডাউন বাংলাদেশে চলবে না” — বাউফলে ড. শফিকুল ইসলাম মাসুদের ঘোষণা
ত্রিশালে আহলে হাদিসের ৪৪ তম জাতীয় ইজতেমা শুরু আজ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com