শুক্রবার ১৪ নভেম্বর ২০২৫ ৩০ কার্তিক ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
নালিতাবাড়ীতে কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৭:৪৬ পিএম   (ভিজিট : ১০৪)
শেরপুরের নালিতাবাড়ীতে কিশোরীকে (১৫) ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বেলতৈল গ্রামে এই ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। 

ঘটনায় গ্রেপ্তার হওয়া যুবকের নাম আবু তাহের (৩২)। তিনি উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বেলতৈল গুচ্ছ গ্রামের বাসিন্দা, তোফাজ্জল হোসেনের ছেলে। পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, ভুক্তভোগীর পিতা, কবির হোসেন, একজন দৃষ্টি প্রতিবন্ধী। রামচন্দ্রকুড়া ইউনিয়নের বেলতৈল গ্রামের বাড়িতে ওই কিশোরী কন্যাকে তার দাদির কাছে রেখে জীবিকার তাগিদে স্বামী স্ত্রী দুজনই ঢাকায় থাকেন। 

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সোলারের ব্যাটারি আনার জন্য অভিযুক্ত আবু তাহেরের বোনের বাড়ির পাশ দিয়ে বেলতৈল গুচ্ছ গ্রামে পায়ে হেঁটে যাচ্ছিল ভুক্তভোগী কিশোরী। এসময় নেশাগ্রস্ত আবু তাহের, গুচ্ছগ্রাম সংলগ্ন বাড়ির পাশের রাস্তায় ওৎ পেতে ছিল। বাড়ির কাছাকাছি আসামাত্র সুযোগ বুঝে তিনি ওই কিশোরীকে জোর করে ধরে নিয়ে গুচ্ছগ্রামে তার বোন, হামিদার, নামে বরাদ্দ পাওয়া খালি ঘরে নিয়ে যান। সেখানে নিয়ে গিয়ে ধ্বস্তাধস্তি করেন। একপর্যায়ে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করেন। এতে কিশোরী ডাক চিৎকার করতে থাকেন। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে কিশোরীকে উদ্ধার করার পর অভিযুক্ত আবু তাহেরকে বেঁধে রাখেন। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবু তাহেরকে আটক করে থানায় নিয়ে আসেন। বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সোহেল রানা বলেন, ‘বেলতৈল গ্রামে এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আবু তাহের নামে যুবককে গ্রেপ্তার করে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর দাদি, বাদী হয়ে থানায় একটি ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন।’







আরও খবর


 সর্বশেষ সংবাদ

ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: ব্রিটিশ মন্ত্রীকে প্রধান উপদেষ্টা
ভারত সফরে যাচ্ছেন নিরাপত্তা উপদেষ্টা
বিচারকদের নিরাপত্তাসহ ২ দাবি, না মানলে রবিবার থেকে কলম বিরতির হুঁশিয়ারি
মুরাদ-তাইজুলের ঘূর্ণিতে ইনিংস ব্যবধানে জিতল বাংলাদেশ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

আলোকিত ব্যক্তিত্ব প্রিয় শিক্ষক আব্দুল মতিন
জনপ্রিয় জাদুশিল্পী প্রিন্স হারুন ফের আন্তর্জাতিক মঞ্চে
গাজীপুর সদরে পেট্রোল বোমা সহ আটক -৩
ফ্যাসিস্ট গণহত্যাকারী শেখ হাসিনার কোনো লকডাউন বাংলাদেশে চলবে না” — বাউফলে ড. শফিকুল ইসলাম মাসুদের ঘোষণা
সত্তরের ১২ নভেম্বর এই দিনে প্রাণ হারায় দেড় লক্ষাধিক মানুষ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com