| শিরোনাম: |
জেলার শেরপুর থানায় ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র নির্বাচনী বহরে হামলার মামলায় বিশালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেনকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার প্রায় ছয় বছর পর, ২০২৪ সালের ১৫ নভেম্বর কুসুম্বি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলাপ বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় স্থানীয় আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের ৭৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়। এই মামলায় প্রধান আসামি হিসেবে নাম রয়েছে আসিফ ইকবাল সানির (৪৮)। তিনি বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানের ছেলে এবং ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন।