প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৬:২৯ PM
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দায়িত্বে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করে আসা শেখ বশিরউদ্দীনের দায়িত্ব আরও বেড়েছে। এখন থেকে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করবেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) মন্ত্রিপরিষদ সচিবের রুটিন দায়িত্বে থাকা সচিব জাহেদা পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এতদিন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পুনর্বণ্টনের পর প্রধান উপদেষ্টার কাছে রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। গত বছরের ১০ নভেম্বর উপদেষ্টা পদে নিয়োগ পান দেশের প্রখ্যাত শিল্প গ্রুপ আকিজ পরিবারের সদস্য শেখ বশিরউদ্দীন। তবে প্রথমে তাকে নিয়ে কিছুটা বিতর্ক সৃষ্টি হয়। তার বড় ভাই শেখ আফিল উদ্দিন আওয়ামী লীগের একাধিকবারের সংসদ সদস্য ছিলেন। এজন্য অনেকে তাকেও ‘স্বৈরাচারের দোসর’ হিসেবে আখ্যায়িত করেন। তবে তিনি এর জবাব দেন এবং জানান, ভাইয়ের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।
পরে অবশ্য কোনো সমালোচনা তোয়াক্কা না করে তিনি নীরবে কাজ করে গেছেন। গত রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকার পেছনে অনেকে তাকে ক্রেডিট দিয়ে থাকেন। তিনি ব্যবসায়ী হওয়ায় সহজে বাজার নিয়ন্ত্রণ করতে পেরেছেন বলে অনেকের ধারণা। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যাত্রা করে অন্তর্বর্তীকালীন সরকার। প্রথমে উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা কম থাকলেও পরে তা বাড়ানো হয়। বর্তমানে উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টাসহ মোট উপদেষ্টার সংখ্যা ২২ জন। এছাড়া উপদেষ্টা পদমর্যাদায় তিনজন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী রয়েছেন। আর প্রতিমন্ত্রী মর্যাদায় বিশেষ সহকারী রয়েছেন পাঁচজন।