শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫ ৫ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


গাজায় গণহত্যা বন্ধের অনুরোধে একের পর এক সই করছেন ইসরায়েলি সেনারা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৫:২৬ PM

ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যা বন্ধের দাবিতে ইসরায়েলি সেনাদের মাঝে প্রতিবাদের ঢেউ উঠেছে। যুদ্ধ বিরোধী একটি অনুরোধপত্রে একের পর এক সই করে চলেছেন তারা।

এই পিটিশনের মাধ্যমে তারা গাজায় যুদ্ধ বন্ধ ও যুদ্ধবিধ্বস্ত অঞ্চল থেকে ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনার জন্য আলোচনার আহ্বান জানিয়েছেন।
ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, সম্প্রতি এই অনুরোধপত্রে নতুন করে আরও ১৫০ জন সেনা সদস্য সই করেছেন। তারা সবাই ইসরায়েলের প্রখ্যাত গোলানি ব্রিগেড ফোর্সের সদস্য।

এই পিটিশনে ইতিমধ্যে হাজার হাজার ইসরায়েলি সেনার নাম অন্তর্ভুক্ত হয়েছে, যা ইসরায়েলি সরকারের ভেতরে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করেছে।

গত সপ্তাহ থেকে ধারাবাহিকভাবে পিটিশনে সই করছেন বিভিন্ন শাখার সেনারা। প্রথমে সই করেন ইসরায়েলি বিমান বাহিনীর অন্তত ১ হাজার রিজার্ভ সদস্য। এরপর ট্যাংক ইউনিট, নৌবাহিনী ও অন্যান্য সামরিক শাখার সাবেক ও বর্তমান কর্মকর্তারাও এতে যোগ দেন।

সর্বশেষ, গত ১৩ এপ্রিল (রোববার) আরও একটি পিটিশনে সই করেছেন ২০০ জন সামরিক চিকিৎসক।

এই ধারাবাহিক ঘটনায় উদ্বিগ্ন হয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি জানান, সক্রিয় দায়িত্বে থাকা কোনো সেনা সদস্য যদি পিটিশনে সই করেন, তাহলে তাকে বরখাস্ত করা হবে।

উল্লেখ্য, যুদ্ধবিরতি লঙ্ঘন করে ১৮ মার্চ থেকে আবারও গাজায় হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এ পর্যন্ত সেখানে ১ হাজার ৬১৩ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৫১ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

রোহিঙ্গা প্রত্যাবাসনে আরাকান আর্মিই বড় সমস্যা: পররাষ্ট্র উপদেষ্টা
ইতিহাস ও ঐতিহ্য কোনো রাজনৈতিক বিবেচনায় বিকৃত করা উচিত নয় : মীর নেয়াজ আলী নেয়াজ
ডিসেম্বর-ফেব্রুয়ারির মধ্যে না হলে ঝুলে যেতে পারে নির্বাচন!
সাজানো নির্বাচনে জিতেছিলেন সাকিব: প্রেস সচিব
ভিসা জালিয়াতির অভিযোগে সৌদিতে আটক ৫ শতাধিক হজযাত্রী
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বজ্রপাতে কালীগঞ্জে কৃষকের মৃত্যু
মানবতার অধিকার আদায়ে সুফি ওলামাদের ভূমিকা পালনের আহবান
শেরপুরে হত্যা মামলার আসামী হলেই লুটপাট হয় বাড়ি ঘর
গাজীপুরে বিএনপির বৈশাখী শোভাযাত্রা
প্রধান উপদেষ্টার নাম ভাঙিয়ে কোটিপতি!
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com