শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫ ৫ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


গাজায় ইসরায়েলি আগ্রাসন, নিপীড়ন ও গণহত্যার প্রতিবাদে প্যারিসে সাফ'র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আবু তাহির, ফ্রান্স থেকে
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ১২:২১ AM

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন, নিপীড়ন ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সলিডারিতে আজি ফ্রান্স (সাফ)।

রবিবার (১৩ এপ্রিল) দুপুর ২ টা থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত প্যারিসের ঐতিহাসিক প্লেস দে লা রিপাবলিক চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। দ্রুত এ যুদ্ধ ও বর্বর হত্যাযজ্ঞ বন্ধের পাশাপাশি  ফিলিস্তিনের মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের দাবি জানিয়ে অনুষ্ঠিত কর্মসূচিতে গাজায় গণহত্যা বন্ধসহ ইসরায়েলি আগ্রাসন বিরোধী নানান স্লোগান, পোস্টার, প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে সংহতি জানান মানুষজন। সাফ প্রেসিডেন্ট নয়ন এনকে'র পরিচালনায় কর্মসূচিতে বাংলাদেশিদের পাশাপাশি ফরাসিসহ বিভিন্ন দেশের ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
ফিলিস্তিনের গাজায় অব্যাহত গণহত্যা বন্ধ এবং ফিলিস্তিনিদের আবাসভূমি ফিলিস্তিনিদের ফিরিয়ে দেওয়ার পাশাপাশি তাদের ঘরবাড়ি নির্মাণের দাবি জানিয়ে বক্তারা বলেন, আমেরিকাসহ বিশ্বের সাম্রাজ্যবাদি দেশগুলোর মদদ ও পৃষ্ঠপোষকতায় ইসরায়েল ক্রমাগত এই গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। বক্তারা আরো বলেন, মুসলিম দেশসহ পৃথিবীর মানবিক সকল রাষ্ট্রের উচিত এই মুহূর্তে গাজাবাসীর পাশে দাড়িয়ে তাদের ভূখণ্ড ফিলিস্তিনকে স্বাধীনসার্বভৌমত্ব রাষ্ট্রের স্বীকৃতি প্রদান করা। 
আয়োজক সংগঠন সাফ প্রেসিডেন্ট নয়ন এনকে বলেন, গাজায় বর্বরোচিত হত্যাযজ্ঞ দেখে একজন মানুষ হিসেবে আমরাতো ঘরে বসে থাকতে পারি না। আমাদের উচিত সবার জায়গা থেকে এই অন্যায়ের প্রতিবাদ করা। এজন্য আমরা সবাই একত্রিত হয়েছি, আমরা চাই- বিশ্ববিবেক জাগ্রত করার লক্ষ্যে আমাদের এই প্রতিবাদ অব্যাহত থাকবে। আমরা চাই- অনতিবিলম্বে এই যুূদ্ধ বন্ধ হোক। বিশ্ব মানবিকতার জয় হোক। এছাড়া তিনি কর্মসূচি সফলে সার্বিক সহযোগিতার জন্য সাফ'র সকল সদস্য ও সেচ্ছাসেবক এবং অংশগ্রহণকারী সকলে প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

রোহিঙ্গা প্রত্যাবাসনে আরাকান আর্মিই বড় সমস্যা: পররাষ্ট্র উপদেষ্টা
ইতিহাস ও ঐতিহ্য কোনো রাজনৈতিক বিবেচনায় বিকৃত করা উচিত নয় : মীর নেয়াজ আলী নেয়াজ
ডিসেম্বর-ফেব্রুয়ারির মধ্যে না হলে ঝুলে যেতে পারে নির্বাচন!
সাজানো নির্বাচনে জিতেছিলেন সাকিব: প্রেস সচিব
ভিসা জালিয়াতির অভিযোগে সৌদিতে আটক ৫ শতাধিক হজযাত্রী
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বজ্রপাতে কালীগঞ্জে কৃষকের মৃত্যু
মানবতার অধিকার আদায়ে সুফি ওলামাদের ভূমিকা পালনের আহবান
শেরপুরে হত্যা মামলার আসামী হলেই লুটপাট হয় বাড়ি ঘর
গাজীপুরে বিএনপির বৈশাখী শোভাযাত্রা
প্রধান উপদেষ্টার নাম ভাঙিয়ে কোটিপতি!
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com