প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৪:৪৯ পিএম (ভিজিট : ৭২)
পহেলা বৈশাখ উপলক্ষে উচ্ছ্বাস, উৎসবের আমেজে বাংলা নতুন বছরকে বরণ করে নিয়েছে গোটা দেশ। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাকে কেন্দ্র করে পহেলা বৈশাখ উদযাপনে অংশ নেন বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রাও।
সোমবার শাহবাগ এলাকায় অধিনায়ক আফঈদা খন্দকারের নেতৃত্বে ১০-১২ জন খেলোয়াড় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা বৈশাখী উৎসবে অংশ নিয়েছিলেন। সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে হাজারো মানুষের অংশগ্রহণে বের করা হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। শাহবাগের সেই শোভাযাত্রায় অংশ নিতে দেখা যায় নারী ফুটবলারদেরও।
জাতীয় দলের জার্সি ও কালো প্যান্ট পরে নারী ফুটবলাররা মনোযোগের সঙ্গে ঐতিহ্যবাহী নৃত্য ও সংগীত উপভোগ করেন। তাছাড়া আনন্দ শোভাযাত্রার অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা নানান শিল্পকর্ম ও প্রতিকৃতি আগ্রহভরে দেখেন তারা।
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন | উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত। ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com