শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫ ৫ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


কালীগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৪:১৮ PM

গাজীপুরের কালীগঞ্জে উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকেই উপজেলার সর্বত্র বইতে থাকে বর্ষবরণের আনন্দধারা। উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী পালিত হয় নানা বর্ণিল কর্মসূচি।

দিনের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে নববর্ষের শুভ সূচনা করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়, যা পৌর ভবন পর্যন্ত প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তারা।
বর্ষবরণ উপলক্ষে অনুষ্ঠিত হয় বাংলা নববর্ষ ও জাতীয় ঐতিহ্য বিষয়ক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা। এছাড়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বসে লোকজ মেলা, যেখানে প্রদর্শিত হয় গ্রামীণ ঐতিহ্যবাহী হস্তশিল্প ও খাবার। আয়োজনের আরেকটি উল্লেখযোগ্য অংশ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। কালীগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা পরিবেশন করেন লোকগান, নৃত্য ও আবৃত্তি, যা দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসনিম ঊর্মি, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন, বিএনপি নেতা সোলাইমান আলম ও মোহাম্মদ হোসেন আরমান। এ ছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও স্থানীয় জনসাধারণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রশাসনের এই উদ্যোগে কালীগঞ্জে ফিরে আসে বাঙালির হারিয়ে যাওয়া ঐতিহ্যের এক ঝলক। আনন্দ-উৎসব আর সংস্কৃতির সুরে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

রোহিঙ্গা প্রত্যাবাসনে আরাকান আর্মিই বড় সমস্যা: পররাষ্ট্র উপদেষ্টা
ইতিহাস ও ঐতিহ্য কোনো রাজনৈতিক বিবেচনায় বিকৃত করা উচিত নয় : মীর নেয়াজ আলী নেয়াজ
ডিসেম্বর-ফেব্রুয়ারির মধ্যে না হলে ঝুলে যেতে পারে নির্বাচন!
সাজানো নির্বাচনে জিতেছিলেন সাকিব: প্রেস সচিব
ভিসা জালিয়াতির অভিযোগে সৌদিতে আটক ৫ শতাধিক হজযাত্রী
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বজ্রপাতে কালীগঞ্জে কৃষকের মৃত্যু
মানবতার অধিকার আদায়ে সুফি ওলামাদের ভূমিকা পালনের আহবান
শেরপুরে হত্যা মামলার আসামী হলেই লুটপাট হয় বাড়ি ঘর
গাজীপুরে বিএনপির বৈশাখী শোভাযাত্রা
প্রধান উপদেষ্টার নাম ভাঙিয়ে কোটিপতি!
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com