প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৪:১৮ PM
গাজীপুরের কালীগঞ্জে উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকেই উপজেলার সর্বত্র বইতে থাকে বর্ষবরণের আনন্দধারা। উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী পালিত হয় নানা বর্ণিল কর্মসূচি।
দিনের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে নববর্ষের শুভ সূচনা করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়, যা পৌর ভবন পর্যন্ত প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তারা।
বর্ষবরণ উপলক্ষে অনুষ্ঠিত হয় বাংলা নববর্ষ ও জাতীয় ঐতিহ্য বিষয়ক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা। এছাড়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বসে লোকজ মেলা, যেখানে প্রদর্শিত হয় গ্রামীণ ঐতিহ্যবাহী হস্তশিল্প ও খাবার। আয়োজনের আরেকটি উল্লেখযোগ্য অংশ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। কালীগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা পরিবেশন করেন লোকগান, নৃত্য ও আবৃত্তি, যা দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসনিম ঊর্মি, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন, বিএনপি নেতা সোলাইমান আলম ও মোহাম্মদ হোসেন আরমান। এ ছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও স্থানীয় জনসাধারণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রশাসনের এই উদ্যোগে কালীগঞ্জে ফিরে আসে বাঙালির হারিয়ে যাওয়া ঐতিহ্যের এক ঝলক। আনন্দ-উৎসব আর সংস্কৃতির সুরে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।