প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৪:১৬ PM
ময়মনসিংহের ত্রিশালে নানা আয়োজনে বাংলা বর্ষবরণ করলো উপজেলা প্রশাসন।বাংলা নতুন বছর কে বরণ করতে উপজেলা প্রশাসনের আয়োজনে দুঃখ মিয়া পার্কে পহেলা বৈশাখের সংস্কৃতি ও বৈশাখের মেলা অনুষ্ঠিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে একটি বছরের ইতি ঘটে শুরু হয়েছে নতুন আরও একটি বছরের। জরাজীর্ণ ১৪৩১ বঙ্গাব্দকে বিদায় জানিয়ে এসেছে ১৪৩২ সন।
সোমবার সকালে ত্রিশালের দুখু মিয়া পার্কে বৈশাখী মঞ্চে উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল বাকিউল বারী'র সভাপতিত্বে বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা (ভূমি) কমিশনার মাহবুব রহমান, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদ, উপজেলা প্রকল্প অফিসার মোহাম্মদ শহীদ উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মুশফিকুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া রহমান প্রমূখ। সংস্কৃতি অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং উপজেলার প্রধান প্রধান সড়কে বৈশাখের র্যালি অনুষ্ঠিত হয়।