শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫ ৫ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


ফিজিতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ১১:৫৫ AM

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র ফিজিতে সোমবার (১৪ এপ্রিল) সকালে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৫। তবে ভূমিকম্পের গভীরতা অনেক বেশি হওয়ায় এর প্রভাব তীব্র হলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস (USGS) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ৩ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ফিজির দক্ষিণাঞ্চলে, ভূপৃষ্ঠের প্রায় ১৭৪ কিলোমিটার (১০৮ মাইল) গভীরে। গভীরতাজনিত কারণে এর তীব্রতা কিছুটা প্রশমিত হয়েছে বলে মনে করছেন ভূতাত্ত্বিকরা।

ভূমিকম্পের পর কোনো ধরনের সুনামি সতর্কতা জারি করা হয়নি, যা কিছুটা স্বস্তির বিষয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে স্থানীয় কর্তৃপক্ষ সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখছে এবং নাগরিকদের নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে। এই ভূমিকম্প এমন এক সময়ে ঘটলো যখন একদিন আগেই— রোববার ভারত, মিয়ানমার ও তাজিকিস্তানে এক ঘণ্টার ব্যবধানে পরপর চারটি ভূমিকম্প আঘাত হানে। ভারতের হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ওই অঞ্চলে ভূমিকম্পগুলোর কারণে মধ্য ও দক্ষিণ এশিয়ায় উদ্বেগ তৈরি হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, একাধিক অঞ্চলে এমন ভূকম্পনীয় কার্যকলাপ প্রকৃতির ভেতরকার টেকটোনিক প্লেটের অস্থিরতার ইঙ্গিত হতে পারে। যদিও প্রত্যেকটির উৎপত্তিস্থল ও গভীরতা আলাদা, তবে ভূমিকম্পের এই ধারাবাহিকতা ভূতাত্ত্বিক গবেষণার জন্য গুরুত্বপূর্ণ একটি সময় বলেই মনে করা হচ্ছে। আপাতত ফিজিতে পরিস্থিতি স্থিতিশীল থাকলেও, ভবিষ্যতে যেন কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি না হয়, সেজন্য সতর্ক দৃষ্টিতে পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক ভূ-গবেষণা সংস্থাগুলো।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

কুমিল্লার নাঙ্গলকোটে ছাদ বেয়ে এসএসসি পরীক্ষার্থীকে নকল সরবরাহ, যুবকের ৬ মাসের কারাদণ্ড
কুমিল্লা স্টেশন ক্লাবে চলছে সাত দিনব্যাপী বিসিক বৈশাখী মেলা
নবনিযুক্ত রাষ্ট্রদূত মাসুদুর রহমানের মাদ্রিদ দূতাবাসে প্রথম কর্ম দিবসে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময়
বার্সেলোনার পাঁচ তারকা হোটেলে বৈশাখী অনুষ্ঠান উজ্জাপিত
প্রধান উপদেষ্টা যে সময় সীমা বেঁধে দিয়েছেন। সে সময়ের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনে যেতে প্রস্তুত- কুমিল্লার লাকসামে জামায়াত সেক্রেটারী
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বজ্রপাতে কালীগঞ্জে কৃষকের মৃত্যু
মানবতার অধিকার আদায়ে সুফি ওলামাদের ভূমিকা পালনের আহবান
শেরপুরে হত্যা মামলার আসামী হলেই লুটপাট হয় বাড়ি ঘর
হাকালুকি হাওরে ধান তোলায় ব্যস্ত কৃষক-কৃষাণী
বাচসাসকে জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের শুভেচ্ছা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com