শেরপুরে চৈত্র সংক্রান্তি পালিত
আরএম সেলিম শাহী, শেরপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ৯:৩৭ PM
আবহমান বাংলার মাস চৈত্রের শেষ দিনটিকে লৌকিক আচারে পালিত হয় ‘চৈত্র সংক্রান্তি’। বছরের শেষ দিনে পুরাতনকে বিদায় ও নতুন বর্ষকে বরণ করার জন্য প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠান-উৎসবের আয়োজন করা হয়। মনে করা হয়, চৈত্র সংক্রান্তিকে অনুসরণ করেই পহেলা বৈশাখ উদ্যাপনের এত আয়োজন। তাই চৈত্র সংক্রান্তি হচ্ছে বাঙালির আরেক বড় অসাম্প্রদায়িক উৎসব।
এরই ধারাবাহিকতায় শেরপুরেও পালিত হয়েছে সংক্রান্তির নানা অনুষ্ঠানমালা। বাংলা বছরের চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ ১৩ এপ্রিল রোববার সন্ধ্যায় শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ শেরপুর জেলা শাখার আয়োজনে এ চৈত্র সংক্রান্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় রবীন্দ্রসংগীত সম্মেলন পরিষদের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক সমাজ সেবক রাজিয়া সামাদ ডালিয়া, সভাপতি সঞ্চিতা হোড় দীপু এবং সাধারণ সম্পাদক করুনা দাস কারুয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক-সংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সংগীতশিল্পী বৃন্দ এতে অংশ নেয়। এ সময় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের শিল্পীবৃন্দরা কবিতা পাঠ, নাচ ও গান পরিবেশন করেন।