শুক্রবার ১৪ নভেম্বর ২০২৫ ৩০ কার্তিক ১৪৩২
 
শিরোনাম:


খেলাধুলা
বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল আইরিশরা
প্রকাশ: রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ৬:৫৯ পিএম   (ভিজিট : ৬৪)
পাকিস্তানে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিয়েছে আয়ারল্যান্ডের মেয়েরা। আগে ব্যাট করে আইরিশ মেয়েরা ৮ উইকেট হারিয়ে তুলেছে ২৩৫ রান। টানা দ্বিতীয় ম্যাচে জিততে নিগার সুলতানা জ্যোতিদের সাড়ে চারের বেশি রানরেটে করতে হবে ২৩৬ রান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় মাঠে নামেন নিগার সুলতানা জ্যোতিরা। টসে জিতে আগে ব্যাট করতে নামা আয়ারল্যান্ডের মেয়েরা শুরুটা ভালো করেন। আইরিশ ওপেনার সারা ফোর্বস দ্রুত ফিরে গেলেও হাল ধরেন গ্যাবি লুইস ও এমি হান্টার। তাদের ৫০ রানের জুটিতে ভালোভাবে ঘুরতে থাকে আইরিশদের রানের চাকা।

দ্বিতীয় উইকেট জুটির লুইস আউট হওয়ার পর হাল ধরেন লরা ডিলেনি ও ওরলা পেন্ডারগ্যাস্ট। চতুর্থ উইকেট জুটিতে ছুটতে থাকে রানের ফোরারা, ৮৯ বলে ৭২ রানে এসে থামে জুটি। ৬৪ বলে ৪১ করে রাবেয়ার বলে কাটা পড়েন ওরলা। থেমে যাননি ডিলেনি, ৫৫ বলে তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ ফিফটি এবং থামেন ইনিংস সর্বোচ্চ ৭৫ বলে ৬৩ রানে।

শেষদিকে আর্লিন কেলির অপরাজিত ১৭ বলে ২৪ রানের ক্যামিওতে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ২৩৫ রানে থামে আয়ারল্যান্ড। স্পিনার রাবেয়া খান ১০ ওভারে ৩৯ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ফাহিমা খাতুন নিয়েছেন ২টি উইকেট ও জান্নাতুল ফেরদৌসের পকেটে ঢুকেছে একটি। ভারতের মাটিতে চলতি বছরের নভেম্বরে হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ৬ দলের বাছাইপর্ব শেষে সেখানে জায়গা করে নেবে দুদল। রাউন্ড রবিন লিগ পদ্ধতির বাছাইপর্বে প্রতিটি দল একে অন্যের মুখোমুখি হবে। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। বাছাইপর্বে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের পরের ম্যাচগুলো ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও স্কটল্যান্ডের সঙ্গে। ১৫ তারিখে স্কটল্যান্ড, ১৭ তারিখে ওয়েস্ট ইন্ডিজ এবং ১৯ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে নামবেন জ্যোতি-নাহিদারা।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

গণভোটে সংবিধান সংশোধন করা যাবে না: সালাহউদ্দিন আহমদ
নির্বাচনের জন্য অপেক্ষা করছে দেশের মানুষ: আমীর খসরু
ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: ব্রিটিশ মন্ত্রীকে প্রধান উপদেষ্টা
ভারত সফরে যাচ্ছেন নিরাপত্তা উপদেষ্টা
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

আলোকিত ব্যক্তিত্ব প্রিয় শিক্ষক আব্দুল মতিন
জনপ্রিয় জাদুশিল্পী প্রিন্স হারুন ফের আন্তর্জাতিক মঞ্চে
গাজীপুর সদরে পেট্রোল বোমা সহ আটক -৩
ফ্যাসিস্ট গণহত্যাকারী শেখ হাসিনার কোনো লকডাউন বাংলাদেশে চলবে না” — বাউফলে ড. শফিকুল ইসলাম মাসুদের ঘোষণা
সত্তরের ১২ নভেম্বর এই দিনে প্রাণ হারায় দেড় লক্ষাধিক মানুষ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com