প্রকাশ: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ৫:১৮ PM আপডেট: ১৩.০৪.২০২৫ ৫:২২ PM
তীব্র তাপদাহে তৃষ্ণার্ত প্রাণে একটুখানি স্বস্তির পরশ বুলিয়ে দিতে কুড়িগ্রাম শহরে চলাচলরত রিকশা ও ভ্যান চালকদেরকে বিনামূল্যে তরমুজ খাওয়ানোর কর্মসূচি পালন করা হয়েছে। এই ব্যতিক্রমধর্মী কর্মসূচির আয়োজন করে কুড়িগ্রাম জেলা রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন।
শনিবার ১২ এপ্রিল দুপুর ২টায় আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক, সাংবাদিক আমিনুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে শহরের শাপলা চত্বরে বিনামূল্যে তরমুজ খাওয়ানোর কর্মসূচির উদ্বোধন করেন আয়োজক সংগঠনের সভাপতি মোঃ খলিলুর রহমান।
কর্মসূচিতে যোগ দেন কুড়িগ্রাম জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ।
কুড়িগ্রাম শহরের শাপলা চত্বর, হাসপাতাল মোড়, আদর্শ পৌরবাজার, কলেজ মোড় এবং বাস টার্মিনাল এলাকায় সড়কে চলাচলরত রিকশা চালকদেরকে বিনামূল্যে তরমুজ খাওয়ানোর কাজে অংশ নেন কুড়িগ্রাম জেলা রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীন, দপ্তর সম্পাদক মোঃ নছিয়ত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোঃ মমিনুর ইসলাম, সহ-সাধারণ সম্পাদক নুর হোসেন, সড়ক সম্পাদক আব্দুস শাফি, ধর্মবিষয়ক সম্পাদক নুর ইসলাম, সহ-সভাপতি ইসলাম এবং সদস্য আব্দুস ছামাদসহ আরও অনেকে।