| শিরোনাম: |
কিশোরগঞ্জের কটিয়াদীতে ২২মাস বয়সের শিশু আজাদকে অপহরণ করে ৬ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে ফুফাতো ভাই ইমন। ১৬ঘন্টা পর অপহরণকৃত শিশু আজাদএবং অপহরণকারী তিনজনকে আটক করে কটিয়াদী মডেল থানা। আটককৃতরা হল অপহরণকৃত শিশুর ফুফাতো ভাই ইমন (১৫),সহযোগী আব্দুর রহিম নিশাদ (১৭)ও তার পিতা নুর উদ্দিন (৪৮)।