শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫ ৫ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


কটিয়াদীতে শিশু অপহরণ ১৬ ঘণ্টা পর উদ্ধার আটক তিনজন
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ১:৩০ PM

কিশোরগঞ্জের কটিয়াদীতে ২২মাস বয়সের শিশু আজাদকে অপহরণ করে ৬ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে ফুফাতো ভাই ইমন। ১৬ঘন্টা পর অপহরণকৃত  শিশু আজাদএবং অপহরণকারী তিনজনকে আটক করে কটিয়াদী মডেল থানা। আটককৃতরা হল অপহরণকৃত শিশুর ফুফাতো ভাই ইমন (১৫),সহযোগী আব্দুর রহিম নিশাদ (১৭)ও তার পিতা নুর উদ্দিন (৪৮)।
ঘটনার সূত্রে জানা যায়, ২৬শে মার্চ দুপুরে অপহরণকারী ইমন, কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল গ্রামে তার ফুফার বাড়িতে বেড়াতে যায়। দুপুরের বেশ কিছুক্ষণ পর অপহরণকারী ইমন তার ফুফাতো ভাই আজাদকে নিয়ে ঘুরতে যায়। বিকেলে ইমন বাড়ি ফিরলেও আজাদ না আসায় তার মা  কল্পনা আক্তার তার ছেলে আজাদের ব্যাপারে ইমনের কাছে জানতে চায়। কিন্তু চতুর এমন কল্পনা আক্তার কে আবোল-তাবোল কথা বলে নিজে ধরাছোঁয়ার বাইরে থাকতে  ইমন কয়েক জনকে নিয়ে আজাদকে খোঁজাখুঁজি শুরু করে। এরই মধ্যে সন্ধ্যা ছয়টায় অপরিচিত এক মোবাইল থেকে অপহনকৃত  আজাদের মা কল্পনা আক্তারের নিকট একটি অপরিচিত মোবাইল নাম্বার থেকে ৬ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। কিন্তু কল্পনা আক্তার  দ্রুত ইমনকে সঙ্গে নিয়ে কটিয়াদি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে। উক্ত অভিযোগের পরপরই  কটিয়াদী মডেল থানা তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান সনাক্ত করে। সেই সময় মডেল থানা পুলিশ ইমনকে আটক করে সাথে নিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলা সদরের নগুয়া এলাকা থেকে অপহরণকৃত শিশু আজাদকে উদ্ধার করে এবং সেখানে ইমনের সহযোগী দুইজন নুরুদ্দিন ও আব্দুর রহিম নিশাদকে আটক করে। এ ব্যাপারে কটিয়াদী থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলেন,মামলা হয়েছে এর ভিত্তিতে তিনজনকে আটক করে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

জার্মান বাংলা অ্যাসোসিয়েশনের উদ‍্যোগে বৈশাখ বরণ এবং আলোচনা
কুমিল্লার নাঙ্গলকোটে ছাদ বেয়ে এসএসসি পরীক্ষার্থীকে নকল সরবরাহ, যুবকের ৬ মাসের কারাদণ্ড
কুমিল্লা স্টেশন ক্লাবে চলছে সাত দিনব্যাপী বিসিক বৈশাখী মেলা
নবনিযুক্ত রাষ্ট্রদূত মাসুদুর রহমানের মাদ্রিদ দূতাবাসে প্রথম কর্ম দিবসে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময়
বার্সেলোনার পাঁচ তারকা হোটেলে বৈশাখী অনুষ্ঠান উজ্জাপিত
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বজ্রপাতে কালীগঞ্জে কৃষকের মৃত্যু
মানবতার অধিকার আদায়ে সুফি ওলামাদের ভূমিকা পালনের আহবান
শেরপুরে হত্যা মামলার আসামী হলেই লুটপাট হয় বাড়ি ঘর
হাকালুকি হাওরে ধান তোলায় ব্যস্ত কৃষক-কৃষাণী
বাচসাসকে জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের শুভেচ্ছা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com