প্রকাশ: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৭:৫৫ PM
প্রফেসর ড. কুদরত জম্মদিনে মালদ্বীপে ইফতারি বিতরণ করছেন দেশটিতে অবস্থানরত বাংলাদেশী প্রবাসীরা। গত ২১ শে মার্চ শুক্রবার মালদ্বীপের রাজধানী মালে শহরের রাসফানু, ও মাজিদিমাগু এলাকায় মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী প্রফেসর ড. কুদরত এ খোদা হুজুরের ৪০ তম শুভ জন্মদিন উপলক্ষে মিলাদ ও ইফতার মাহফিল আয়োজিত হয়েছে।
এসময় ৪০০ পথচারি ও মানুষের মাঝে দেশীয় খাবারের ইফতার বিতরণ করা হয়। ইমাম কুদরত এ খোদা ৪০ তম শুভ জন্মবার্ষিকীর ইফতার বিতরণ অনুষ্ঠানে মালদ্বীপের স্থানীয় নাগরীক, প্রবাসী বাংলাদেশী, ইন্ডিয়া,পাকিস্তান, শ্রীলংকা নেপাল সহ বিভিন্ন দেশের নাগরিক উপস্থিত ছিলেন।, মালদ্বীপ শাখার, কান্ট্রি সমন্বয়ক নাছির উদ্দীন সহ অসংখ্য প্রবাসী বাংলাদেশীরা ও। এই আয়োজন শুধু একটি জন্মদিনের উদযাপন নয়, বরং এটি ছিল মানবতার সেবা ও ঐক্যের দৃষ্টান্ত আপন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে । ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা মানবতাবাদী আদর্শকে ধারণ করে এগিয়ে যাওয়ার শপথে উজ্জীবিত হয়েছেন উপস্থিত সকল আশেকে রাসুলগণ