প্রকাশ: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৭:৪৪ PM
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। সকালবেলা ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর কালীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পরে কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ (আর.আর.এন) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, স্কাউট এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও এক জোড়া সাদা কবুতর উড়িয়ে স্বাধীনতার বার্তা প্রেরণ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুরী তাসমিন উর্মি, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম, ওসি (তদন্ত) মো. আশরাফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা ইসমাইল ভূঁইয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর-ই-জান্নাত, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উম্মে রোমান চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও সুধীজন। পরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। পাশাপাশি কুচকাওয়াজে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।