শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫ ৫ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


কালিয়াকৈরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৭:৩৫ PM

কালিয়াকৈর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। 
এ উপলক্ষ্যে বুধবার (২৬ মার্চ) ভোরে গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে  নির্মিত  শহীদ মিনারে  কালিয়াকৈর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, কালিয়াকৈর থানা , পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালিয়াকৈর প্রেসক্লাব,অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ  করেন।

 আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নিবার্হী অফিসার কাউছার আহাম্মেদ ও কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ । এ সময়  উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ।  ও  বীর মুক্তিযোদ্ধা  আখতারুজ্জামান, শাহাবুদ্দিন সহ রাজনৈতিক দলের গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে  বরণ করে নেওয়া হয় এবং সম্মাননা প্রদান করা হয়। 
কুচকাওয়াজ শেষে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।







আরও খবর


প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com