প্রকাশ: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১১:৩৪ AM
আসন্ন ঈদকে কেন্দ্র করে, প্রতি ঈদের মত এই ঈদে ও হাসান জাহাঙ্গীরের, প্রায় হাফ ডর্জন এর উপর নাটক প্রচারিত হবে বিভিন্ন চ্যানেল এ। এই বারই প্রথম ভাই ব্রাদার এর ম্যাক্সিমাম আটিস নিয়ে, নাটক বানালেন হাসান জাহাঙ্গীর। মারজুক রাসেল, সুমন পাটোয়ারী, মুসাফির সৈয়দ বাচ্চু,সবুজ, সিয়াম নাসির, সোহাগ, জাবেদ গাজী, রকি খান, মুকিত জাকারিয়া, রেজনিন সেতু, ইমু সিকদার, মাসুম বাশার, আরো অনেকে। এই ধারায় গতি রেখে নিয়মিত আরো ভালো ভালো কাজ আসবে সামনে বলে আশ্বস্ত করলেন। যে গারনার নাটক মানুষ পছন্দ করে, যুগের সাথে তাল মিলিয়ে সেই গার আনার নাটক নিয়মিত বানানোর সমস্ত প্রক্রিয়া শেষ। বিশেষ করে, মারজুক রাসেলকে বেইজ করে, অকর্মা নাটকটি এবং বাচ্চুকে বেইজ করে ডিসকাউন্ট, কানাডায় নির্মিত, কানাডার ভিসা, ওমর সানি, কাজী হায়াত, ডন, সুমনা সুমনা কে নিয়ে- ব্লাক মানি, এরকম বিভিন্ন আদলের, অনেক নাটক এই ঈদে দর্শকরা উপভোগ করবেন।
হাসান জাহাঙ্গীর, উল্লেখ করেন নাটক শুধু বিনোদনের জন্য নয়, কিছুটা সামাজিক দায়বদ্ধতা ও থাকে, তার নাটকে সেই ধরনের দাজবদ্ধতার বহিঃপ্রকাশ পাওয়া যাবে। সবকিছু ঠিক থাকলে, ঈদের পর পর শুরু হচ্ছে মেঘা ধারাবাহিক। পাশাপাশি রয়েছে, পরবর্তী ঈদের কাজ, এবং দেশের বাহিরে, বিশেষ করে আমেরিকা, কানাডা, মালদ্বীপে পরপর অনেকগুলো দেশে জনপ্রিয় তারকাদের নিয়ে স্টেজ শো। রয়েছে, বিভিন্ন দেশে সিঙ্গেল নাটক এবং টিভিসির কাজ।