শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫ ৫ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


গার্দু নর্দে ঈদ জামাত‘সহ দেশীয় উৎসবের প্রস্তাব : সংসদ সদস্য’র আশ্বাস
ফ্রান্স প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১১:২৫ AM

ফ্রান্সে বাংলাদেশিদের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত  রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে অবস্থিত গার্দু নর্দে  আগামীতে  ঈদ জামাত আয়োজনের  প্রস্তাব করা হয়েছে। 

গত মঙ্গলবার (২৫শে মার্চ) বিকেলে স্থানীয় সংসদ সদস্য ও সংসদ সদস্যদের নিয়ে গঠিত ফ্রান্স বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের সভাপতি পুরিয়া আমিরশাহি Pouria Amirshahi এই এলাকা পরিদর্শনকালে  গার্দু নর্দ‘র ব্যবসায়ীরা তার কাছে এই প্রস্তাব করেন। তবে শুধু ঈদ জামাত‘ই নয়; বাংলা নববর্ষসহ অন্যান্য উৎসবও এই এলাকায় আয়োজন ও রাস্তায়  র‍্যালি‘র প্রস্তাব করা হয় । এ সময় সংসদ সদস্য  তাঁদের  প্রস্তাবের প্রেক্ষিতে বলেন , অন্যান্য কমিউনিটি যেমন শ্রীলঙ্কানরা যদি তাদের বিভিন্ন উৎসবে রাস্তায়  র‍্যালিসহ বিভিন্ন অনুষ্ঠান করতে পারে তবে বাংলাদেশীরা কেন পারবে না ? তিনি তাদেরকে আশ্বস্ত করে বলেন , এ বিষয়ে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন। পরিদর্শন কালে ব্যবসায়ীদের সাথে নিয়ে তিনি পায়ে হেটে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে যান ও তাদের সাথে কথা বলেন  ও খোঁজ খবর নেন।বিভিন্ন দোকানী সংসদ সদস্যকে তাদের  প্রতিষ্ঠানে  দেশীয় ব্র্যান্ডের যে পণ্য রয়েছে তার পরিচিতি তুলে ধরেন , বিশেষকরে মসলা ও কাঁচা তাজা শাকসবজির। 

বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ ও শাহ গ্রুপের বিভিন্ন দেশীয় পণ্য সম্পর্কেও তাকে অবগত করা হয়। 
মূলত এই এলাকায় দীর্ঘ দিন থেকে বসবাসকারী সুহাইল ইবনে সোহেলের আমন্ত্রনেই সংসদ সদস্য এই এলাকা পরিদর্শনে আসেন । পরিদর্শনকালে  ব্যবসায়ী নেতাদের মধ্যে শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন (শাহ আলম), গার্দু নর্দ‘র বাংলাদেশী ব্যবসা প্রতিষ্ঠান‘র  গোড়াপত্তন’র  অন্যতম টিএম রেজা  তাঁর  সাথে ছিলেন । উল্লেখ্য,পাশের রেল স্টেশন "গার্দূ নর্দ‘র নামানুসারে রুই দ্যা ফবরুক সেইন দেনিস রোড ও আশেপাশের রোডে অবস্হিত দোকানপাট সহ এই এলাকা এখন   "গার্দু নর্দ" নামেই এখানকার বাংলাদেশীদের কাছে বেশী পরিচিত।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

জার্মান বাংলা অ্যাসোসিয়েশনের উদ‍্যোগে বৈশাখ বরণ এবং আলোচনা
কুমিল্লার নাঙ্গলকোটে ছাদ বেয়ে এসএসসি পরীক্ষার্থীকে নকল সরবরাহ, যুবকের ৬ মাসের কারাদণ্ড
কুমিল্লা স্টেশন ক্লাবে চলছে সাত দিনব্যাপী বিসিক বৈশাখী মেলা
নবনিযুক্ত রাষ্ট্রদূত মাসুদুর রহমানের মাদ্রিদ দূতাবাসে প্রথম কর্ম দিবসে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময়
বার্সেলোনার পাঁচ তারকা হোটেলে বৈশাখী অনুষ্ঠান উজ্জাপিত
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বজ্রপাতে কালীগঞ্জে কৃষকের মৃত্যু
মানবতার অধিকার আদায়ে সুফি ওলামাদের ভূমিকা পালনের আহবান
শেরপুরে হত্যা মামলার আসামী হলেই লুটপাট হয় বাড়ি ঘর
হাকালুকি হাওরে ধান তোলায় ব্যস্ত কৃষক-কৃষাণী
বাচসাসকে জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের শুভেচ্ছা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com