প্রকাশ: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১১:২৫ AM
ফ্রান্সে বাংলাদেশিদের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে অবস্থিত গার্দু নর্দে আগামীতে ঈদ জামাত আয়োজনের প্রস্তাব করা হয়েছে।
গত মঙ্গলবার (২৫শে মার্চ) বিকেলে স্থানীয় সংসদ সদস্য ও সংসদ সদস্যদের নিয়ে গঠিত ফ্রান্স বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের সভাপতি পুরিয়া আমিরশাহি Pouria Amirshahi এই এলাকা পরিদর্শনকালে গার্দু নর্দ‘র ব্যবসায়ীরা তার কাছে এই প্রস্তাব করেন। তবে শুধু ঈদ জামাত‘ই নয়; বাংলা নববর্ষসহ অন্যান্য উৎসবও এই এলাকায় আয়োজন ও রাস্তায় র্যালি‘র প্রস্তাব করা হয় । এ সময় সংসদ সদস্য তাঁদের প্রস্তাবের প্রেক্ষিতে বলেন , অন্যান্য কমিউনিটি যেমন শ্রীলঙ্কানরা যদি তাদের বিভিন্ন উৎসবে রাস্তায় র্যালিসহ বিভিন্ন অনুষ্ঠান করতে পারে তবে বাংলাদেশীরা কেন পারবে না ? তিনি তাদেরকে আশ্বস্ত করে বলেন , এ বিষয়ে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন। পরিদর্শন কালে ব্যবসায়ীদের সাথে নিয়ে তিনি পায়ে হেটে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে যান ও তাদের সাথে কথা বলেন ও খোঁজ খবর নেন।বিভিন্ন দোকানী সংসদ সদস্যকে তাদের প্রতিষ্ঠানে দেশীয় ব্র্যান্ডের যে পণ্য রয়েছে তার পরিচিতি তুলে ধরেন , বিশেষকরে মসলা ও কাঁচা তাজা শাকসবজির।
বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ ও শাহ গ্রুপের বিভিন্ন দেশীয় পণ্য সম্পর্কেও তাকে অবগত করা হয়।
মূলত এই এলাকায় দীর্ঘ দিন থেকে বসবাসকারী সুহাইল ইবনে সোহেলের আমন্ত্রনেই সংসদ সদস্য এই এলাকা পরিদর্শনে আসেন । পরিদর্শনকালে ব্যবসায়ী নেতাদের মধ্যে শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন (শাহ আলম), গার্দু নর্দ‘র বাংলাদেশী ব্যবসা প্রতিষ্ঠান‘র গোড়াপত্তন’র অন্যতম টিএম রেজা তাঁর সাথে ছিলেন । উল্লেখ্য,পাশের রেল স্টেশন "গার্দূ নর্দ‘র নামানুসারে রুই দ্যা ফবরুক সেইন দেনিস রোড ও আশেপাশের রোডে অবস্হিত দোকানপাট সহ এই এলাকা এখন "গার্দু নর্দ" নামেই এখানকার বাংলাদেশীদের কাছে বেশী পরিচিত।