প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৭:৫৯ PM
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড়ে জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ) বিকালে ভাওয়ালগড় ইউনিয়নের রুদ্রপুর হাফিজায়া মাদ্রাসা মাঠে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ। উক্ত অনুষ্ঠানে ভাওয়ালগড় ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি শরিফুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, গাজীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন রিজভী, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ কাজী, সদর উপজেলা বিএনপির গণযোগাযোগ বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন শেখ, জেলা ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি সোহাগ হোসেন প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ি সেলিম ভূঁইয়া, গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আবুল কাশেম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম, কোষাধ্যক্ষ আইয়ুব খান, ভাওয়ালগড় ইউনিয়ন ৫ নং ওয়ার্ড যুবদলের এমদাদুল হক, ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইমান আলী মন্ডল, সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম সহ স্থানীয় বিএনপির নেতাকর্মী, আলেম ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।