প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৭:৫৫ PM
ময়মনসিংহের ভালুকায় সংরক্ষিত বনাঞ্চলে অগ্নিকাণ্ডে প্রায় তিন একর বনভূমি বেতগাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ পুড়ে গেছে। উপজেলার ডাকাতিয়া ইউনিয়নে উথুরা রেঞ্জের আঙ্গারগারা বিটের অধীনে চানপুর এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পর বন বিভাগের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সোয়া তিন ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বন বিভাগ ও ফায়ার সার্ভিস সুত্রে, গতকাল ২৪ মার্চ সোমবার রাতে চানপুর সংরক্ষিত বনাঞ্চলে আগুন লাগে, প্রথমে স্থানীয় বন বিভাগের লোকজন আগুন নেভানোর চেষ্টা করেও বেতের কাঁটার কারণে ভেতরে প্রবেশ করতে পারেননি, যার ফলে দ্রুত আগুনও ছড়াতে থাকে। পরে ভালুকা ফায়ার সার্ভিসকে খবর দেয় বন বিভাগ, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দুটি ইউনিটের সোয়া তিন ঘন্টা চেষ্টায় বনের আগুন নিয়ন্ত্রণে আনেন।
আঙ্গারগাড়া বিট কর্মকর্তা মাজহারুল হক জানান, দূর্বৃত্তরা সংরক্ষিত বনাঞ্চলটির গজারি ও সেগুন গাছের নিচে বেতবাগান এবং বাঁশ বাগান ছিল। দূর্বৃত্তের আগুনে প্রায় তিন একর বন ভূমি পুড়ে গেছে, এতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতিকুর রহমান। কী কারণে আগুন লেগেছে, তা এখন বলা যাচ্ছে না। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে বলা যাবে।