| শিরোনাম: |
গাজীপুরের কালিয়াকৈরে ৩টি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে উপজেলার মন্ডলপাড়া এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। জানা যায়, ঐদিন ভোরে উপজেলার মন্ডলপাড়া গ্রামের রফিকের গোডাউন থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পার্শবতি সুমন মিয়া ও রশিদের ঝুটের গোডাউনে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে টানা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।