প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৭:১৬ PM
বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ। এই দিনটিকে স্মরণ করে রাখতে প্রতিবছর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) লাল এবং সবুজ দলের ক্রিকেট ম্যাচের আয়োজন করে।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে টি-টেন ফরম্যাটের এই প্রদর্শনী ম্যাচ। অংশ নেবে লাল এবং সবুজ দুই দল। বেলা আড়াইটায় শুরু হবে প্রদর্শনী টি-টেন ম্যাচ। দুই দলেই আছেন বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা তারকারা। খেলবেন আকরাম খান, হাবিবুল বাশার সুমন, মিনহাজুল আবেদিন নান্নুর মতন সাবেকরা। বাংলাদেশের বিভিন্ন প্রজন্মের অনেক সাফল্যের নায়কদের দেখা যাবে স্বাধীনতা দিবস স্মরণে।
একনজরে লাল দলের স্কোয়াড: আকরাম খান, হাবিবুল বাশার সুমন, আবদুল হান্নান সরকার, সজল চৌধুরী, সানোয়ার হোসেন, মেহরাব হোসেন ওপি, ফয়সাল হোসেন ডিকেন্স, মোহাম্মদ সেলিম (উইকেটরক্ষক), নাজমুল হোসেন, ডলার মাহমুদ, নিয়ামুর রশিদ রাহুল, খান আবদুর রাজ্জাক, গোলাম ফারুক সুরু, সাজ্জাদ আহমেদ শিপন, এএসএম রকিবুল হাসান।
একনজরে সবুজ দলের স্কোয়াড: মিনহাজুল আবেদিন নান্নু, জাভেদ ওমর বেলিম গোল্লা, খালেদ মাসুদ পাইলট, আতহার আলী খান, শাহরিয়ার নাফিস আহমেদ, এহসানুল হক সেজান, মোহাম্মদ রফিক, হারুন আর রশিদ লিটন, তালহা জুবায়ের, হাসিবুল হোসেন শান্ত, হাসানুজ্জামান, মুশফিকুর রহমান বাবু, জাকির হোসেন, জামাল উদ্দিন, আহমেদ, মোহাম্মদ আলী।