প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ১:২৯ PM
বলিউড অভিনেতা ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’ সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ১৪ ফেব্রুয়ারি। শিবাজি সাওয়ান্তের মরাঠি উপন্যাস ‘ছাবা’ অবলম্বনে নির্মিত এ সিনেমাটি। মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল। ব্যবসা সফল সিনেমা দেখে অশ্রুসিক্ত দর্শকরা। প্রশংসা কুড়াচ্ছে শোবিজ থেকে রাজনৈতিক অঙ্গনেও।
ইতিহাস অবলম্বনে নির্মিত সিনেমায় অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসিত হয়েছেন অভিনেতা ভিকি। তবে সিনেমাটি মুক্তির পর থেকে উত্তাল মাহারাষ্ট্র। দাবি উঠেছে মোঘল সম্রাট ঔরঙ্গজেবের কবর সরানোর। এরমধ্যেই ভারতীয় সরকার সিদ্ধান্ত নিয়েছেন ছবিটি পার্লামেন্টে প্রদর্শনের। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৭ মার্চ বৃহস্পতিবার সংসদের লাইব্রেরি বিল্ডিংয়ে প্রদর্শিত হবে ‘ছাবা’। প্রদর্শনীতি উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-সহ মন্ত্রীসভার সদস্যরা। সেদিন সংসদে উপস্থিত থাকবেন পর্দার ‘সম্ভাজি’ ভিকি কৌশল, পরিচালক লক্ষ্মণ উতেকর -সহ সিনেমার অন্যান্য অভিনয় শিল্পীরা।
বলে রাখা ভালো, মারাঠি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শিবাজি মহারাজের জ্যেষ্ঠ পুত্র রাজা সম্ভাজির জীবনে ঘটে যাওয়া নানা দিক নিয়ে নির্মিত হয়েছে ‘ছাবা’ সিনেমা। মুঘল বাহিনীর অত্যাচার তুলে ধরা হয়েছে ছবিতে। সম্ভাজির চরিত্রে অভিনয় করছেন ভিকি কৌশল। রাশমিকা মান্দানাকে দেখা গেছে মহারানি যেশুবাইয়ের চরিত্রে এবং অক্ষয় খান্না অভিনয় করেছেন আওরঙ্গজেবের চরিত্রে।