শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫ ৫ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেটের পাইপ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
সোনারগাঁ নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৮:১১ PM

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেটের পাইপ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২২ মার্চ) দুপুরে  স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতা কর্মীরা টয়লেট পরিষ্কার করার সময় পাইপে আটকে থাকা মরদেহটি দেখতে পান। স্থানীয় সূত্রে জানা গেছে, টয়লেটের পাইপ বন্ধ হয়ে যাওয়ায় কর্মীরা পরিষ্কারের কাজ করছিলেন। এ সময় নবজাতকের মরদেহ পাইপের ভেতর থেকে বেরিয়ে আসে। বিষয়টি জানাজানি হলে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়।

সোনারগাঁ থানার ওসি  মো: মফিজুর রহমান  বলেন, "খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে নবজাতকের মরদেহ উদ্ধার করেছি। এটি পরিকল্পিতভাবে ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।" সোনারগাঁ  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক জানান, "এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। সম্ভবত গোপনে প্রসবের পর নবজাতককে ফেলে দেওয়া হয়েছে। আমরা পুলিশকে সার্বিক সহায়তা করছি।" এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অনেকে নবজাতককে এভাবে ফেলে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তারা এর সঠিক তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে।







আরও খবর


প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com