শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫ ৫ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


সার্ক সাংবাদিক ফোরামের উদ্যোগে প্রবাসীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল
মো: রিদোয়ান, দুবাই প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৮:০৭ PM

দক্ষিণ এশিয়ার গণমাধ্যমকর্মীদের বার্তাবাহক সার্ক সাংবাদিক ফোরাম সংযুক্ত আরব আমিরাত চ্যাপ্টারের উদ্যোগে আমিরাত প্রবাসীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দেরা দুবাইয়ের নাখিলস্থ মনপুরা রেস্টুরেন্টে বিভিন্ন শ্রেণী পেশার গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে এ আয়োজন করা হয়। সংগঠনের সহ সভাপতি মোঃ ফখরুদ্দিন মুন্নার সঞ্চালনায়  ও চ্যানেল এস আমিরাত প্রতিনিধি এবং সার্ক সাংবাদিক ফোরাম সংযুক্ত আরব আমিরাত চ্যাপ্টারের সভাপতি সামসুর রহমান সোহেল (আরবি)'র  সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ রুবেল মিয়া।
বিশেষ অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায় কমিটির সদস্য প্রকৌশলী মাহে আলম, সালমান-সুমন ক্লিনিং সার্ভিস এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ সুমন, ফাস্ট আবুধাবি ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ফরিদ উদ্দিন মজুমদার, বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএইর সভাপতি সিরাজুল হক,  উপদেষ্টা মাহবুব হাসান হৃদয়, মনপুরা রেস্টুরেন্ট'র সত্তাধিকারী জশিম উদ্দিন, দুবাই শ্রমিক দলের সভাপতি তরিকুল ইসলাম, প্রবাস ক্লাব ইউএই'র সভাপতি ফয়জুল্লাহ শহীদ ফয়সাল, সার্ক সাংবাদিক ফোরাম আরব আমিরাতের সিনিয়র সহ-সভাপতি সঞ্জিত কুমার শীল, ৭১টিভির আমিনুল হক খোকন, সংগঠনের সহ-সভাপতি সাগর চন্দ্র স্বপন, যুগ্ম সম্পাদক সরোয়ার উদ্দিন রনি, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক মানিক, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, সদস্য কাজী নেজামউল্লাহ ও মোহাম্মদ জাহেদ হোসেন, ব্যবসায়ী গিয়াস উদ্দিন, ফ্রেন্ডস ভিউ এর চেয়ারম্যান রবি চৌধুরী, হেলাল উদ্দিন, মো: নজরুল ইসলাম, মো: বোরহান উদ্দিন, মো: মেহেদিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সার্ক সাংবাদিক ফোরাম আমিরাত চ্যাপ্টারের সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক মানিক। পরে আলোচকরা রমজানের তাৎপর্য তুলে ধরেন। আলোচকরা বলেন, সার্ক সাংবাদিক ফোরাম সংযুক্ত আরব আমিরাতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। সকলকে ঐক্যবদ্ধ করে কাজ করতে সক্ষমতা অর্জন করেছে। আগামীতে সার্ক সাংবাদিক ফোরাম মানব কল্যাণে কাজ করে আরো এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। শেষে প্রবাস ক্লাবের সভাপতি ফয়জুল্লাহ শহীদের পরিচালনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।







আরও খবর


প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com