শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫ ৫ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব ফ্রিজ
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৭:৫৬ PM

সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ও গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য মেহের আফরোজ চুমকির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তের অংশ হিসেবে তার ঢাকার বনানীতে অবস্থিত একটি ফ্ল্যাট জব্দ করা হয়েছে। একই সঙ্গে আদালতের নির্দেশে তার পাঁচটি ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে, যেখানে জমা রয়েছে ২ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ৪৫৮ টাকা।

রোববার (২৩ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। দুদক সূত্র জানায়, মেহের আফরোজ চুমকির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে। তার সম্পদের বৈধতা যাচাইয়ের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে সাবেক প্রতিমন্ত্রীর কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি। তার বিরুদ্ধে তদন্তের অগ্রগতি নিয়ে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে।







আরও খবর


প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com