শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫ ৫ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


ঈদে মাছরাঙায় ২০ নাটক ৮ টেলিফিল্ম ২ ধারাবাহিক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ১:২৭ PM

আর মাত্র কয়েকদিনের দুরত্বে ঈদুল ফিতর। পাওয়া যাচ্ছে উৎসবের আঁচ। এরইমধ্যে প্রস্তুত বিনোদন অঙ্গন। নাটক সিনেমা গানসহ বিভিন্ন অনুষ্ঠান নির্মাণের তোড়জোড় চলছে। ঈদে দর্শকের বিনোদনের অন্যতম মাধ্যম টেলিভিশন। বিষয়টি মাথায় রেখে মাছরাঙা টেলিভশন আয়োজন করেছে সাত দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার। 

এ আয়োজনে থাকছে ২০টি একক নাটক, ৮টি টেলিফিল্ম ও ২টি ধারাবাহিক নাটক। এই সময়ের শীর্ষ জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী এবং নির্মাতাদের একাধিক নাটক প্রচার করবে চ্যানেলটি।  বিকাল ৫:১০, রাত ৮টা ও ১০:২০ মিনিটে প্রচার হবে নাটকগুলো। টেলিফিল্ম প্রচার হবে রাত ১১.৩০ মিনিটে। আর সাত পর্বের দু’টি ধারাবাহিক নাটক প্রচার হবে সন্ধ্যা ৭:২০ এবং রাত ৯:১০ মিনিটে। 
উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে মুশফিক ফারহান-কেয়া পায়েল অভিনীত ‘বাজি’, মুশফিক ফারহান-সাফা কবির অভিনীত ‘হাউকাউ’, নিলয়-হিমি অভিনীত ‘ব্রেক আপ থেকে শুরু’, অপূর্ব-সাবিলা নূর অভিনীত ‘ভুল সবই ভুল’, ইয়াশ রোহান-তানজিন তিশা অভিনীত ‘কিসমত’, মোশাররফ করিম-সালহা নাদিয়া অভিনীত ‘বেকার বারেক’, তৌসিফ-কেয়া পায়েল অভিনীত ‘বজরা’, জোভান-তটিনী অভিনীত ‘হৃদয়ের এক কোনে’, খায়রুল বাসার-সামিরা খান মাহি অভিনীত ‘ইন্দ্রজাল’, জোভান-কেয়া পায়েল অভিনীত ‘তুমি যাকে ভালোবাসো’।

এছাড়া রয়েছে নিলয়-তানিয়া বৃষ্টি অভিনীত ‘শো অফ’, জোভান-তটিনী অভিনীত ‘ফিরে দেখা’ প্রভৃতি। টেলিফিল্মের মধ্যে রয়েছে মুশফিক ফারহান-ফারিণ খান অভিনীত ‘লাভ ইউ টিচার’, মুশফিক ফারহান-সাদিয়া আয়মান অভিনীত ‘লাইজু’, তৌসিফ-তটিনী অভিনীত ‘মন দিওয়ানা’, ইয়াশ রোহান-তটিনী অভিনীত ‘কী মায়ায় জড়ালে’, ইয়াশ রোহান-নাজনীন নিহা অভিনীত ‘অবুঝ প্রেম’ প্রভৃতি।  ধারাবাহিক দুটির মধ্যে একটি হলো সহিদ-উন নবীর পরিচালনায় ‘বিয়ের জ্বালা’। অভিনয় করেছেন শামীম হাসান সরকার, সেমন্তী সৌমি, নাদিয়া মীম, সাদিয়া তানজিন প্রমুখ। অন্য ধারাবাহিকটি হলো সকাল আহমেদ পরিচালিত ‘মধুমালা’। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, শাহনাজ খুশিসহ আরও অনেকে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

সংবাদ প্রকাশের ক্ষেত্রে অহিংস দৃষ্টিভঙ্গির উপর গুরুত্ব দেয়ার তাগিদ
জার্মান বাংলা অ্যাসোসিয়েশনের উদ‍্যোগে বৈশাখ বরণ এবং আলোচনা
কুমিল্লার নাঙ্গলকোটে ছাদ বেয়ে এসএসসি পরীক্ষার্থীকে নকল সরবরাহ, যুবকের ৬ মাসের কারাদণ্ড
কুমিল্লা স্টেশন ক্লাবে চলছে সাত দিনব্যাপী বিসিক বৈশাখী মেলা
নবনিযুক্ত রাষ্ট্রদূত মাসুদুর রহমানের মাদ্রিদ দূতাবাসে প্রথম কর্ম দিবসে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময়
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বজ্রপাতে কালীগঞ্জে কৃষকের মৃত্যু
মানবতার অধিকার আদায়ে সুফি ওলামাদের ভূমিকা পালনের আহবান
শেরপুরে হত্যা মামলার আসামী হলেই লুটপাট হয় বাড়ি ঘর
হাকালুকি হাওরে ধান তোলায় ব্যস্ত কৃষক-কৃষাণী
বাচসাসকে জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের শুভেচ্ছা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com