শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫ ৫ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


বিসিবির দিকে আঙুল তুললেন সাকিব
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ১:১৭ PM

সাকিব আল হাসান তার খেলোয়াড়ি জীবনে কম বিতর্কের জন্ম দেননি। ক্যারিয়ারের শেষভাগে এসে রাজনীতিতে নাম লিখিয়ে জাতীয় দলের জার্সিতে তার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। সেই সঙ্গে বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হওয়ায় জুটে আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞা। যার জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতেও পারেননি, শুধু ব্যাটার সাকিবকে দলে নিতে বিসিবির আগ্রহ কম ছিলো। সাকিবকে ছাড়া এই প্রথম কোনো বৈশ্বিক আসর খেলে এসেছে বাংলাদেশ। বিসিবি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সাকিবকে উপেক্ষা করেছে। 

সম্প্রতি সাকিব বোর্ডের দিকে আঙুল তুললেন; বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিবের সাথে ভালোভাবে যোগযোগই করেনি। বিসিবির অবহেলার কারণে সাকিব বাধ্য হয়ে কাউন্টি দলের হেড কোচের কাছে যান। চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগ পর্যন্ত সাকিবের বোলিং অ্যাকশনের পরীক্ষা নিয়ে কোনো ইতিবাচক খবর পায়নি বিসিবি। বোলিং অ্যাকশন অবৈধ হওয়ায় তাকে কেবল ব্যাটার হিসেবে নিতে চাননি বলে জানান নির্বাচকরা।

যদিও অ্যাকশন ইস্যুর আগে রাজনৈতিক কারণেই খেলার বাইরে ছিটকে যান সাকিব। দেশে বিদায়ী টেস্ট খেলতে চেয়েছিলেন, আসতে পারেননি সরকারের সায় না থাকায়। ২০২৩ বিশ্বকাপে ম্যাথুজের টাইমড আউটের এই ম্যাচের পর আর ওয়ানডে খেলেননি সাকিব। বোলিং অ্যাকশন ত্রুটিপূর্ণ হওয়ার পর সাকিব আত্মবিশ্বাসী ছিলেন, কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সাথে কাজ করার সুযোগ পেলে তিনি এই পরীক্ষায় দ্রুত উত্তীর্ণ হতে পারবেন। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির দলে অন্তর্ভুক্ত হওয়ার আশাও করেছিলেন।

সাকিব মনে করেন, পুরো বিষয়টি বিসিবি আরও ভালোভাবে পরিচালনা করতে পারত। দ্য ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 'দেখুন, আমার কোনো অভিযোগ নেই, তবে যদি সেই ক্ষেত্রে যোগাযোগ আরও ভালো হত, তাহলে আমি আরও খুশি হতাম।' সাকিব এখন আর অতীত নিয়ে চিন্তা করছেন না, বরং ভবিষ্যতে যা কিছু ঘটবে তা মেনে নিতে তিনি প্রস্তুত। তবে, স্বীকার করেছেন যে বোর্ডের সাথে আরও ভাল যোগাযোগ হলে পরিস্থিতি আরও সহজ হয়ে যেত। এমনকি জোর দিয়ে বলেছিলেন, কোচ সালাউদ্দিনের সাথে কাজ করার পর যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হন, তাহলে তাকে বাদ দিতে।  তবে, বিসিবি তার অনুরোধে সাড়া দেয়নি। টুর্নামেন্টের আগে সাকিবের ফিরে আসার জন্য কোনো আগ্রহই দেখায়নি বোর্ড। জাতীয় দলের নির্বাচক প্যানেল বা বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম; কেউই সাকিবের সাথে তার প্রত্যাবর্তনের জন্য যোগাযোগ করেনি। ফলে একপ্রকার বাধ্য হয়ে সাকিব কাউন্টি দল সারের হেড কোচ এবং প্রাক্তন ইংলিশ স্পিনার গ্যারেথ ব্যাটির সাথে নিবিড়ভাবে কাজ করে পরীক্ষায় পাস করেন। 







আরও খবর


 সর্বশেষ সংবাদ

জার্মান বাংলা অ্যাসোসিয়েশনের উদ‍্যোগে বৈশাখ বরণ এবং আলোচনা
কুমিল্লার নাঙ্গলকোটে ছাদ বেয়ে এসএসসি পরীক্ষার্থীকে নকল সরবরাহ, যুবকের ৬ মাসের কারাদণ্ড
কুমিল্লা স্টেশন ক্লাবে চলছে সাত দিনব্যাপী বিসিক বৈশাখী মেলা
নবনিযুক্ত রাষ্ট্রদূত মাসুদুর রহমানের মাদ্রিদ দূতাবাসে প্রথম কর্ম দিবসে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময়
বার্সেলোনার পাঁচ তারকা হোটেলে বৈশাখী অনুষ্ঠান উজ্জাপিত
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বজ্রপাতে কালীগঞ্জে কৃষকের মৃত্যু
মানবতার অধিকার আদায়ে সুফি ওলামাদের ভূমিকা পালনের আহবান
শেরপুরে হত্যা মামলার আসামী হলেই লুটপাট হয় বাড়ি ঘর
হাকালুকি হাওরে ধান তোলায় ব্যস্ত কৃষক-কৃষাণী
বাচসাসকে জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের শুভেচ্ছা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com