প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ১১:৫৫ PM
“শূন্যই যেন ভরিয়ে দেয় মহান রব পবিত্র পুণ্যতায় এই মহিমান্বিত দিনে “মুমিন মুসলমানের অজস্র সোওয়াব ও মরতবাপূর্ণ এই মাসের ১৭ই রামাদান সোমবার নুমান বিন ছাবিত জামে মসজিদ বার্সেলোনায় বৃহত্তর নোয়াখালী এসোসিয়েশন বার্সেলোনার আয়োজনে তাফসিরুল কোরআন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পরিচালনায় ছিলেন ইমরান হোসেন,ইফতার পূর্ববর্তী পবিত্র ইসলামের সিফাত হাকিকত এবং রোজার গুরুত্ব নিয়ে বয়ান ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোক্তার হোসেন।বৃহত্তর নোয়াখালী এসোসিয়েশন বার্সেলোনার এই সর্ব বৃহৎ তাফসিরুল কোরআন ও ইফতার মাহফিল এ উপস্থিত ছিলেন ড. নজরুল ইসলাম চৌধুরী,গিয়াস উদ্দিন,এ কে আজাদ দুলাল,সাব্বির আহমেদ দুলাল,হারুনুর রশীদ, নাজমুল আলম মাষ্টার, লোকমান হোসেন,জাহাঙ্গীর আলম, রাজিব হোসেন,নোয়াখালী এসোসিয়েশন ও মসজিদ কমিটির সদস্য ও কর্মকর্তা এবং সাংবাদীক বৃন্দ।