প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ১১:৫৩ PM
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কারণ একটি দলকে ধরে নিষিদ্ধ করা সম্ভব নয়। তবে বিচারিক কার্যক্রম শুরু হলে আওয়ামী লীগ এমনিতেই নিষিদ্ধ হয়ে যাবে।
শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। এ্যানি বলেন, গত ১৬-১৭ বছর নিজের পরিবারসহ গুম-খুন ও লুটপাট করেছে স্বৈরাচারী হাসিনা। বিচারপ্রক্রিয়া শুরু হলে তাদের প্রত্যাখান করবে দেশের মানুষ। এছাড়া এমপি-মন্ত্রী, জেলা-উপজেলাসহ সব পর্যায়ের নেতাকর্মীর অপকর্মের বিচারও শুরু হওয়া প্রয়োজন ছিল। কিন্তু এখন পর্যন্ত কোনো বিচারই শুরু হয়নি।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, লক্ষ্মীপুর দায়রা জজ আদালতের পিপি আহমেদ ফেরদাউস মানিক, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া, আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ।