শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫ ৫ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


৯৯ মিনিটে ভিনির গোলে নাটকীয় জয় ব্রাজিলের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ১:১৬ PM

২০২৬ বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হয়েছিল ব্রাজিল। বিশ্বকাপের টিকিট নিশ্চিতের পথে যাত্রা অব্যাহত রাখতে জয় দরকারী ছিল সেলেসাওদের। ৯৮ মিনিট পর্যন্ত ছিল ১-১ সমতা। ৯৯তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের দারুণ এক গোলে কলম্বিয়ার বিপক্ষে জয় ছিনিয়ে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। লাতিন আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপে খেলার পথে আরও একধাপ এগিয়ে গেল ডোরিভাল জুনিয়রের দল।

ব্রাজিলের মাঠ এরিনা বিআরবি মানে গারিঞ্চা স্টেডিয়ামে শুক্রবার সকালে কলম্বিয়ার সঙ্গে ২-১ গোলে জিতেছে ব্রাজিল। শুরুতে রাফিনহার পেনাল্টিতে এগিয়ে গেলে প্রথমার্ধের শেষদিকে সমতায় ফেরে কলম্বিয়া। ম্যাচের এক পর্যায়ে পয়েন্ট ভাগাভাগির সম্ভাবনা জেগেছিল। শেষ মুহূর্তে ভিনিসিয়াস ত্রাতা হয়ে আসেন। তার ম্যাজিকে জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

পুরো ম্যাচে ৫২ শতাংশ সময় বল দখলে রেখে ১৬ শট নেয় ব্রাজিল। যার ৭টি ছিল গোলমুখে। বিপরীতে ১০ শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখতে পেরেছিল কলম্বিয়া।
চতুর্থ মিনিটে কলম্বিয়ার পেনাল্টি বক্সে ফাউলের শিকার হন ভিনি। রাফিনহা ষষ্ঠ মিনিটে স্পটকিক থেকে গোল করেন। ৪১ মিনিটে লুইস দিয়াজ কলম্বিয়াকে সমতায় ফেরান। হামেস রদ্রিগেজের সহায়তায় গোল করে কলম্বিয়াকে স্বস্তি এনে দেন তিনি। ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুদল।

শেষ বাঁশি বাজার এক মিনিট আগে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে বল জালে জড়ান রিয়াল মাদ্রিদ তারকা ভিনি। তার শট এক ডিফেন্ডারের মাথায় লেগে জালে জড়ানোর সাথে সাথেই উল্লাসে ভাসে ব্রাজিল। ২-১ গোলের জয় সঙ্গী করে আর্জেন্টিনার মাঠে ২৬ মার্চের সুপার ক্ল্যাসিকোতে নামতে চলেছে তারা।
আগের দুটি ম্যাচে ভেনেজুয়েলা ও উরুগুয়ের সঙ্গে ড্র করেছিল ব্রাজিল। কলম্বিয়ার সঙ্গে জিতে টেবিলের সেরা চারে উঠে গেল। ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে উরুগুয়েকে টপকে দুইয়ে উঠে গেছে ব্রাজিল। শীর্ষ দল আর্জেন্টিনার (২৫) চেয়ে এক ম্যাচ কম খেলে ৪ পয়েন্ট পেছনে তারা।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

রোহিঙ্গা প্রত্যাবাসনে আরাকান আর্মিই বড় সমস্যা: পররাষ্ট্র উপদেষ্টা
ইতিহাস ও ঐতিহ্য কোনো রাজনৈতিক বিবেচনায় বিকৃত করা উচিত নয় : মীর নেয়াজ আলী নেয়াজ
ডিসেম্বর-ফেব্রুয়ারির মধ্যে না হলে ঝুলে যেতে পারে নির্বাচন!
সাজানো নির্বাচনে জিতেছিলেন সাকিব: প্রেস সচিব
ভিসা জালিয়াতির অভিযোগে সৌদিতে আটক ৫ শতাধিক হজযাত্রী
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বজ্রপাতে কালীগঞ্জে কৃষকের মৃত্যু
মানবতার অধিকার আদায়ে সুফি ওলামাদের ভূমিকা পালনের আহবান
শেরপুরে হত্যা মামলার আসামী হলেই লুটপাট হয় বাড়ি ঘর
গাজীপুরে বিএনপির বৈশাখী শোভাযাত্রা
প্রধান উপদেষ্টার নাম ভাঙিয়ে কোটিপতি!
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com