শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫ ৫ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


সালথায় বিয়ের প্রলোভনে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৭:২৬ PM

ফরিদপুরের সালথায় বিয়ের প্রলভন দেখিয়ে ৭ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত ১৪ মার্চ রাতে ধর্ষিতার নিজ বাড়িতে ধর্ষণের এই ঘটনা ঘটে। অভিযুক্ত সোহেল রানা (২২) ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের প্রতাপপুর গ্রামের মোঃ নিজাম উদ্দিন এর পুত্র। এই বিষয়ে ভিকটিমের বাবা বাদী হয়ে সোমবার (১৭ মার্চ) সালথা থানায় একটি অভিযোগ দায়ের করেছে।অভিযোগ সূত্রে জানা যায়, মেয়েটি (১৩) স্থানীয় একটি বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী। মেয়েটির মা প্রবাশে থাকে এবং বাবা ও ভাই কাজের জন্য বেশিরভাগ সময় বাইরে থাকে। প্রায় দুমাস পূর্বে মেয়েটি তার ভাবির সাথে অভিযুক্ত সোহেলের বাড়ির পাশে ভাবির বাবার বাড়ি বেড়াতে গেল, সেখানে সোহেলের সাথে পরিচয় হয়। 
এরপরই সোহেলের কুনজরে পড়ে মেয়েটি, সোহেল কৌশলে মেয়েটির ফোন নম্বর সংগ্রহ করে। এরপর বিভিন্ন প্রোলভন ও ভয়ভীতি দেখিয়ে সম্পর্ক গড়ে তোলে। গত ১৪ মার্চ মেয়েটি রাতের বেলা বাড়িতে একা ছিলো। সোহেল বিষয় টি জানতে পেরে মেয়েটির বাড়িতে যায় এবং বিভিন্ন ভয়ভীতি ও প্রোলভন দেখিয়ে মেয়েটিকে ধর্ষণ করে। এরপর বিষয়টি জানাজানি হলে মেয়ের বাবা থানায় অভিযোগ করে।

স্কুল শিক্ষার্থীর ভাবি জানায়, সোহেলের বাড়ি আমাদের বাড়ির পাশেই, তবে সম্পর্কের বিষয়ে কিছুই জানতাম না। সোহেল খারাপ প্রকৃতির ছেলে, এর আগে কয়েকটা মেয়েকে প্রেমের ফাদে ফেলে তাদের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে। আমি সোহেলের কঠিন বিচার চাই যাতে সে আর কোন মেয়ের সাথে অন্যায় করতে না পারে। ভুক্তভোগী মেয়েটির বাবা জানান, এই ঘটনা জানাজানি হবার পর আমার মেয়ে কয়েকদফা আত্মহত্যার চেষ্টা করেছে। আমি মামলা করায় সোহেল ও তার পরিবারের সদস্যরা আমাকে বিভিন্নভাবে হুমকি প্রদান করছে। তাছাড়া আমাকে মামলা দিয়ে হয়রানি করবে বলেও জানতে পেরেছি। বর্তমানে আমি নিরাপত্তা হীনতায় ভুগছি। আমি মাননীয় জেলা প্রশাসক মহোদয় ও পুলিশ সুপার মহোদয় সহ সকলের কাছে এই ঘটনার বিচার চাই এবং আমার পরিবারের নিরাপত্তা চাই। এই বিষয়ে জানতে সোহেল রানার বাড়িতে খোঁজ খবর নিলে তাকে বাড়িতে পাওয়া যায় নাই। এমনকি সোহেলের ব্যবহৃত ফোন নম্বরটাও বন্ধ পাওয়া যায়। সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আতাউর রহমান বলেন, এই বিষয়ে ঐদিনই ধর্ষণের মামলা রজু করা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরিক্ষা ও বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করেছে। আসামী কে আটকের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

জার্মান বাংলা অ্যাসোসিয়েশনের উদ‍্যোগে বৈশাখ বরণ এবং আলোচনা
কুমিল্লার নাঙ্গলকোটে ছাদ বেয়ে এসএসসি পরীক্ষার্থীকে নকল সরবরাহ, যুবকের ৬ মাসের কারাদণ্ড
কুমিল্লা স্টেশন ক্লাবে চলছে সাত দিনব্যাপী বিসিক বৈশাখী মেলা
নবনিযুক্ত রাষ্ট্রদূত মাসুদুর রহমানের মাদ্রিদ দূতাবাসে প্রথম কর্ম দিবসে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময়
বার্সেলোনার পাঁচ তারকা হোটেলে বৈশাখী অনুষ্ঠান উজ্জাপিত
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বজ্রপাতে কালীগঞ্জে কৃষকের মৃত্যু
মানবতার অধিকার আদায়ে সুফি ওলামাদের ভূমিকা পালনের আহবান
শেরপুরে হত্যা মামলার আসামী হলেই লুটপাট হয় বাড়ি ঘর
হাকালুকি হাওরে ধান তোলায় ব্যস্ত কৃষক-কৃষাণী
বাচসাসকে জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের শুভেচ্ছা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com