শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫ ৫ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


শেরপুরে সরকারি নিলামের বালুর অন্তরালে চলছে রমরমা ব্যবসা !
আরএম সেলিম শাহী, শেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৭:২৩ PM

শেরপুরে থামছে না অবৈধ বালুর ব্যবসা। এবার অবৈধ বালু ব্যবসায়ীরা নতুন করে রমরমা ব্যবসা শুরু করেছে। সম্প্রতি স্থানীয় প্রশাসন অবৈধ বালু ব্যবসা বন্ধ করতে শুরু করে মোবাইল কোর্টসহ নানা অভিযান। এসব অভিযানে অসংখ্য ভালো ব্যবসার সাথে জড়িত শ্রমিকদের বিভিন্ন মেয়াদের সাজা এবং নগদ অর্থ জরিমানা আদায় করা হয়েছে। সুকৌশলী ওইসব অবৈধ বালু ব্যবসায়ী এবার সরকারি জব্দকৃত বালু নিলামে ডেকে নিয়ে নিলামকৃত বালু রেখে নিলামের কাগজ দেখেই অবৈধভাবে ভালো উত্তোলন করে রমলমা ব্যবসা চালিয়ে যাচ্ছে।

জানা গেছে, শেরপুরের শ্রীবরদী উপজেলার সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে তোলা বালু জব্দ ও নিলামে বিক্রির পর সেই বালু অপসারণে অযাচিত সময় বৃদ্ধির অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবেরের বিরুদ্ধে। এ সুযোগে নিলামের বালু বিক্রি না করে আবারও নদী থেকে বালু তুলে বৈধ নিলামের কাগজ দিয়ে অবৈধ বালু বিক্রি করা হচ্ছে। এতে নিলামের বালুতে হাত দিতে হচ্ছে না। প্রতিদিন ট্রাকে ট্রাকে বালু বিক্রি হলেও কমছে না নিলামে কিনে নেওয়া সেই বালু। সচেতন মহল ও স্থানীয়রা বলছেন, চতুরতার সাথে জব্দকৃত বালু সরানোর সময় বৃদ্ধি করে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে। এতে হুমকির মুখে পড়েছে সীমান্তবর্তী বালিজুড়ী, রাঙাজান ও খাড়ামোড়া এলাকার সোমেশ্বরী নদীর আশপাশের এলাকা।

সূত্রে জানা গেছে, শ্রীবরদী উপজেলায় সরকারের পক্ষ থেকে কোন নদীতেই বৈধ বালু মহালের ইজারা দেওয়া হয়নি। গত ৩ ফেব্রুয়ারি উপজেলা প্রশাসনের অভিযানে বালিজুড়ী বাজার সংলগ্ন বালিজুরী-ভায়াডাঙ্গা রোড, বালিজুরী-কামালপুর রোড ও বালিজুড়ী হাই স্কুল রোড-এ তিনটি স্থানে অবৈধভাবে উত্তোলিত বিপুল পরিমাণ বালু জব্দ করা হয়। পরবর্তীতে উপজেলা পরিষদের হলরুমে গত ২ মার্চ জব্দকৃত ওই বালুর নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে ৮ লাখ ১৫ হাজার ৮৫০ টাকায় সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল। পরে তিনি তৃতীয় পক্ষের কাছে ২৪ লাখ টাকায় ওই বালু বিক্রি করে দেন। গত ৫ মার্চ দুলালের নামে বালু অপসারণের কার্যাদেশ দেয়া হয়।

শ্রীবরদীর ইউএনও সাক্ষরিত ওই কার্যাদেশে বলা হয়, এই আদেশে পত্র প্রাপ্তির পরবর্তী সাত দিন অর্থাৎ ১২ মার্চ তারিখের মধ্যে জায়গাগুলো থেকে রক্ষিত বালু অপসারণ করতে হবে। চিঠিতে আরও বলা হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে বালু অপসারণ করতে না পারলে পুনরায় মোবাইল কোর্টের মাধ্যমে ওইসব বালু জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু গত ৯ মার্চ একটি নিলামগ্রহীতার সাক্ষরিত একটি আবেদনের প্রেক্ষিতে ১৯ মার্চ পর্যন্ত বালু অপসারণের সময় বৃদ্ধি করেন ইউএনও। কিন্তু ১২ মার্চ সময় বৃদ্ধি না করতে আরেকটি লিখিত আবেদন করেন নিলামগ্রহীতা আব্দুর রহিম দুলাল। তবে অদ্যাবধি পর্যন্ত এই আবেদনের কোন সুরাহা করা হয়নি।

নিলাম গ্রহীতা আব্দুর রহিম দুলাল ইউএনও বরাবর নিলামে ক্রয়কৃত বালুর বিক্রির মেয়াদ বৃদ্ধি না করার আবেদনে উল্লেখ করেন, আমার ক্রয়কৃত বালু ১২ মার্চ পর্যন্ত মোট ৭ দিন সময় ছিলো। ইতোমধ্যে আমি নিলামে ক্রয়কৃত বিক্রির মাধ্যমে অপসারণ করে ফেলেছি। কিন্তু লোকমুখে শুনতে পাচ্ছি একটি অসাধু সিন্ডিকেট ব্যবসায়ী আমার নাম ব্যবহার করে অবৈধ মেয়াদ বৃদ্ধির চেষ্টা করছে। তবে পরবর্তীতে তার সাথে কথা হলে তিনি বলেন, এদিকে সরেজমিনে বালিজুড়ী এলাকায় গিয়ে দেখা যায়, বালিজুরী-কামালপুর রোড ও বালিজুরী হাই স্কুল রোডে বালুর বিশাল স্তুপ। স্থানীয় কয়েকজন জানান, এগুলোই জব্দকৃত ও নিলামে বিক্রির বালু। এই বালু নিলামে ডেকে নিয়ে বিক্রি না করে নদী থেকে আবারও অবৈধভাবে বালু তুলে বিক্রি করা হচ্ছে।

অভিযোগের বিষয়ে জানতে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জাবের জানান, নিলাম গ্রহীতার ১০দিনের আবেদনের প্রেক্ষিতে তদন্ত করে ৭দিনের সময় বৃদ্ধি করা হয়েছে। এখানে অন্য কোন উদ্দ্যেশ্য নেই। তবে অবৈধ বালু বৈধ কাগজে বিক্রি করার বিষয়টি খতিয়ে দেখা হবে। কোন অবস্থাতেই অবৈধ বালু উত্তোলনের সুযোগ নেই। নিজের বিরুদ্ধে অভিযোগের বিরুদ্ধে তিনি বলেন, অভিযোগ সত্য নয়। এ ব্যাপারে শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, প্রশাসন অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। অবৈধ বালু উত্তোলনকারীদের কোন ছাড় নেই। এর সাথে যারাই জড়িত তারা তাদের কর্মফল ভোগ করবে। আর শ্রীবরদীর জব্দকৃত বালুর নিলাম ও অপসারণ নিয়ে যে অভিযোগ উঠেছে সেটি আমরা খতিয়ে দেখছি।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

জার্মান বাংলা অ্যাসোসিয়েশনের উদ‍্যোগে বৈশাখ বরণ এবং আলোচনা
কুমিল্লার নাঙ্গলকোটে ছাদ বেয়ে এসএসসি পরীক্ষার্থীকে নকল সরবরাহ, যুবকের ৬ মাসের কারাদণ্ড
কুমিল্লা স্টেশন ক্লাবে চলছে সাত দিনব্যাপী বিসিক বৈশাখী মেলা
নবনিযুক্ত রাষ্ট্রদূত মাসুদুর রহমানের মাদ্রিদ দূতাবাসে প্রথম কর্ম দিবসে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময়
বার্সেলোনার পাঁচ তারকা হোটেলে বৈশাখী অনুষ্ঠান উজ্জাপিত
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বজ্রপাতে কালীগঞ্জে কৃষকের মৃত্যু
মানবতার অধিকার আদায়ে সুফি ওলামাদের ভূমিকা পালনের আহবান
শেরপুরে হত্যা মামলার আসামী হলেই লুটপাট হয় বাড়ি ঘর
হাকালুকি হাওরে ধান তোলায় ব্যস্ত কৃষক-কৃষাণী
বাচসাসকে জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের শুভেচ্ছা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com