শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫ ৫ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


খিলক্ষেতের ঘটনায় ৪ থেকে ৫ হাজার জনকে আসামি করে মামলা, গ্রেফতার ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৪:৪৩ PM

রাজধানীর খিলক্ষেত এলাকায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে পুলিশের কাছ থেকে কেড়ে নিয়ে গণপিটুনির ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ ও সেই যুবকের ওপর সরাসরি হামলায় জড়িত চার থেকে পাঁচ হাজার জনকে আসামি করা হয়েছে এবং এতে এখন পর্যন্ত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৯ মার্চ) বিকেলে ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ওসি কামাল হোসেন।
পুলিশ জানিয়েছে, খিলক্ষেতের ঘটনায় পুলিশের ওপর হামলা গাড়ি ভাঙচুর আসামি ছিনতাইয়ের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছেন। সেই মামলায় চার থেকে পাঁচ হাজার জনকে আসামি করা হয়েছে। আর সজীব ও ইউসুফ নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে, ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে মঙ্গলবার (১৮ মার্চ) রাতে একটি ধর্ষণ মামলা করেন। সেই মামলার একমাত্র আসামি রবিউল ইসলাম ওরফে জান মিয়া।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়েছে। পরে রাতের বেলা এলাকাবাসীর মাঝে খবরটি ছড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে এই অভিযোগে সেই যুবককে আটক করে পুলিশে তুলে দেয় তারা। পরে পুলিশ তাকে গাড়িতে করে থানায় নিয়ে আসার পথে উত্তেজিত জনতা পুলিশের ওপর হামলা চালায়। তারা তাকে ছিনিয়ে নেয় এবং গাড়িতে ভাঙচুর করে। সেই যুবককে কেড়ে নিয়ে চার থেকে পাঁচ হাজার লোক বেধড়ক মারধর করে। তাদের গণপিটুনিতে গুরুতর আহত হন সেই যুবক। এ ঘটনায় সেই যুবকের পাশাপাশি খিলক্ষেত থানার তদন্ত অফিসারসহ সাত থেকে আট জন আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে ছুটে যায় সেনাবাহিনী। এরপর সেই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তারা। এ ঘটনায় সেই শিশুটিও ভর্তি রয়েছে। পুলিশ বলছে, এটি ধর্ষণ কিনা এখনো আমরা নিশ্চিত নই। তবে শিশুটির বাবা মামলা করেছেন। সেই যুবক এ ঘটনায় জড়িত কিনা তা তদন্তের পর জানা যাবে।







আরও খবর


প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com