শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫ ৫ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


আইপিএলে এবার কোন দলের অধিনায়ক কে?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১২:৫৬ PM

দরজায় কড়া নাড়ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এবারের আসর মাঠে গড়াবে আগামী ২২ মার্চ থেকে। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।  এদিকে এবারের আসরের আগে অনুষ্ঠিত হয়েছে মেগা নিলাম। ফলে দলগুলোও নতুন করে স্কোয়াড সাজিয়েছে। অনেক ক্রিকেটারকে যেমন ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো তেমনি দলে নিয়েছে নতুন তারকাদের। এমন অবস্থায় এবারের আসরে আগে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজিকেই নতুন করে অধিনায়ক নিয়োগ করতে হয়েছে।

চলুন দেখে নেওয়া যাক, আইপিএলের এবারের আসরে কোন দলের নেতৃত্বের ভার থাকছে কার কাঁধেঃ

১. রুতুরাজ গায়কোয়াড় (চেন্নাই সুপার কিংস)

ভারতীয় এই ক্রিকেটার গত মৌসুমেও চেন্নাইয়ের নেতৃত্ব দিয়েছেন। মহেন্দ্র সিং ধোনির উত্তরসূরি হওয়া এ তারকা এবারও থাকছেন দলটির অধিনায়ক।

২. অজিঙ্কা রাহানে (কলকাতা নাইট রাইডার্স)

আইপিএলের গত মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। শ্রেয়াস আইয়্যারের নেতৃত্ব শিরোপা ঘরে তোলে কেকেআর। তবে কলকাতায় আর থাকেননি আইয়্যার। ফলে অধিনায়ক বদলাতে হয়েছে কেকেআরকে। ১ কোটি ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যে দলে নেওয়া অজিঙ্কা রাহানের কাঁধেই এবার থাকছে বর্তমান চ্যাম্পিয়নদের নেতৃত্ব দেওয়ার ভার।

৩. শুবমান গিল (গুজরাট টাইটানস)

আইপিএলের গত মৌসুমেও গুজরাটের নেতৃত্বে ছিলেন শুবমান। তিনি ভারতের ওয়ানডে দলেরও সহ-অধিনায়ক। এবারের আসরে গুজরাটের অধিনায়ক থাকছেন তিনিই।

৪. ঋষভ পন্ত (লক্ষ্ণৌ সুপার জায়ান্টস)

মেগা নিলাম থেকে রেকর্ড ২৭ কোটি রুপি খরচ করে ঋষভ পন্তকে দলে নিয়েছে লক্ষ্ণৌ। আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটারের কাঁধেই থাকছে লক্ষ্ণৌর নেতৃত্বের ভার।

৫. অক্ষর প্যাটেল (দিল্লি ক্যাপিটালস)

ঋষভ পন্ত দিল্লী ছাড়ায় নতুন অধিনায়ক খুঁজতে হয়েছে দিল্লীকেও। নতুন করে দলে নেওয়া রাহুলই দিল্লীর নতুন অধিনায়ক হবেন এমনটাই ভেবেছিলেন অনেকেই। ত্তবে তা হয়নি। ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক হওয়ার প্রস্তাবে সম্মত হননি রাহুল। 

এদিকে রাহুল অধিনায়ক না হওয়ায় নতুন নেতার খোঁজে ছিল দিল্লী। রাহুলের বদলে ভারতের জাতীয় দলের আরেক তারকা ক্রিকেটারকেই নিজেদের অধিনায়ক হিসেবে মনোনীত করেছে দিল্লী। দলটির অধিনায়ক হিসেবে অক্ষর প্যাটেলের নাম ঘোষণা করা হয়েছে।

৬. হার্দিক পান্ডিয়া (মুম্বাই ইন্ডিয়ানস)

গত মৌসুমে রোহিত শর্মাকে সরিয়ে মুম্বাইয়ের অধিনায়কত্বের ভার দেওয়া হয়েছিল হার্দিক পান্ডিয়ার কাঁধে। এবারও তিনিই থাকছেন দলটির নেতা।

৭. শ্রেয়াস আইয়ার (পাঞ্জাব কিংস)

গতবার কলকাতাকে চ্যাম্পিয়ন করা শ্রেয়াস আইয়্যার এবার নতুন মিশনে। তার কাঁধে থাকছে পাঞ্জাব কিংসকে চ্যাম্পিয়ন করার দায়িত্ব।

৮. সঞ্জু স্যামসন (রাজস্থান রয়্যালস)

এবারও রাজস্থানের অধিনায়ক থাকছেন সাঞ্জু স্যামসনই।

৯. রজত পাতিদার (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)

অনেকেই ধারণা করেছিলেন আরসিবির নেতৃত্বে আবারও ফিরবেন বিরাট কোহলি। তবে তা হচ্ছে না। দলটির নেতা হচ্ছেন রজত পাতিদার। তার অধীনে খেলবেন বিরাট কোহলি, ভুবনেশ্বর কুমার, লিয়াম লিভিংস্টোনরা।

১০. প্যাট কামিন্স (সানরাইজার্স হায়দরাবাদ)

গত মৌসুমে প্যাট কামিন্সের অধীনে আইপিএল শিরোপার অন্যতম দাবিদার ছিল সানরাইজার্স হায়দরাবাদ। এবারের আসরেও তিনিই থাকবেন অধিনায়ক। আসন্ন আসরের একমাত্র বিদেশি অধিনায়কও তিনিই।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

জার্মান বাংলা অ্যাসোসিয়েশনের উদ‍্যোগে বৈশাখ বরণ এবং আলোচনা
কুমিল্লার নাঙ্গলকোটে ছাদ বেয়ে এসএসসি পরীক্ষার্থীকে নকল সরবরাহ, যুবকের ৬ মাসের কারাদণ্ড
কুমিল্লা স্টেশন ক্লাবে চলছে সাত দিনব্যাপী বিসিক বৈশাখী মেলা
নবনিযুক্ত রাষ্ট্রদূত মাসুদুর রহমানের মাদ্রিদ দূতাবাসে প্রথম কর্ম দিবসে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময়
বার্সেলোনার পাঁচ তারকা হোটেলে বৈশাখী অনুষ্ঠান উজ্জাপিত
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বজ্রপাতে কালীগঞ্জে কৃষকের মৃত্যু
মানবতার অধিকার আদায়ে সুফি ওলামাদের ভূমিকা পালনের আহবান
শেরপুরে হত্যা মামলার আসামী হলেই লুটপাট হয় বাড়ি ঘর
হাকালুকি হাওরে ধান তোলায় ব্যস্ত কৃষক-কৃষাণী
বাচসাসকে জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের শুভেচ্ছা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com