শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫ ৫ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


কালীগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ, আটক ১
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৭:১৬ PM

গাজীপুরের কালীগঞ্জে বিয়ের প্রলোভনে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ইতোমধ্যে এক অভিযুক্তকে আটক করেছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, কুমিল্লার বুড়িচং উপজেলার এক তরুণীর সঙ্গে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের হরিদেবপুর গ্রামের মৃত মিয়ার উদ্দিনের ছেলে ফরিদ পালোয়ানের পরিচয় হয় ২০২১ সালে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে। পরিচয় থেকে তাদের সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তা প্রেমে রূপ নেয়। চলতি বছরের ২৬ জানুয়ারি ফরিদ প্রবাস থেকে দেশে ফিরলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ১৭ ফেব্রুয়ারি তরুণীকে তার গ্রামের বাড়ি হরিদেবপুরে নিয়ে আসে। সেখানে একা পেয়ে তরুণীর সঙ্গে অশ্লীল আচরণ শুরু করে এবং পরে জোরপূর্বক ধর্ষণ করে।

এরপর পুনরায় বিয়ে করবে বলে আশ্বাস দিয়ে চলতি মাসের ৯ তারিখে তরুণীকে ঢাকায় আসতে বলে। তরুণী ঢাকায় এলে মালিবাগের একটি ভাড়া বাসায় নিয়ে যায় এবং বন্ধুদের সহযোগিতায় আবারও তাকে ধর্ষণ করে। পরে বিয়ে না করে ওষুধ আনার কথা বলে পালিয়ে যায় ফরিদ।
ভুক্তভোগী তরুণী নিজেই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে সাতজনকে আসামি করা হয়েছে (মামলা নং ৯, ১২/০৩/২৫ ইং)। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, "ধর্ষণের ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। ভিকটিমকে শারীরিক পরীক্ষার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে, এবং প্রধান অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।"







আরও খবর


 সর্বশেষ সংবাদ

জার্মান বাংলা অ্যাসোসিয়েশনের উদ‍্যোগে বৈশাখ বরণ এবং আলোচনা
কুমিল্লার নাঙ্গলকোটে ছাদ বেয়ে এসএসসি পরীক্ষার্থীকে নকল সরবরাহ, যুবকের ৬ মাসের কারাদণ্ড
কুমিল্লা স্টেশন ক্লাবে চলছে সাত দিনব্যাপী বিসিক বৈশাখী মেলা
নবনিযুক্ত রাষ্ট্রদূত মাসুদুর রহমানের মাদ্রিদ দূতাবাসে প্রথম কর্ম দিবসে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময়
বার্সেলোনার পাঁচ তারকা হোটেলে বৈশাখী অনুষ্ঠান উজ্জাপিত
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বজ্রপাতে কালীগঞ্জে কৃষকের মৃত্যু
মানবতার অধিকার আদায়ে সুফি ওলামাদের ভূমিকা পালনের আহবান
শেরপুরে হত্যা মামলার আসামী হলেই লুটপাট হয় বাড়ি ঘর
হাকালুকি হাওরে ধান তোলায় ব্যস্ত কৃষক-কৃষাণী
বাচসাসকে জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের শুভেচ্ছা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com