প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৮:১৪ PM
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া এলাকায় অনুমোদনহীনভাবে পরিচালিত জরিনা ক্লিনিকে ভুল চিকিৎসার কারণে এক নবজাতকের মৃত্যু হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে উপজেলা প্রশাসন ক্লিনিকটি সিলগালা করেছে এবং ক্লিনিকের মালিককে অর্থদণ্ড প্রদান করেছে।
বুধবার (১২ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জেসিলি ঘোষ মুনমুন, বেঞ্চ সহকারী মো. আলামিন ভূঁইয়া, আনসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চুপাইর এলাকার মাসুদ মোল্লার অন্তঃসত্ত্বা স্ত্রী মানসুরা (৩৫) প্রসবজনিত সমস্যা নিয়ে জরিনা ক্লিনিকে ভর্তি হন। ক্লিনিকের স্বত্বাধিকারী জাকিয়ার ভুল সিদ্ধান্তের কারণে নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী মাসুদ মোল্লা ন্যায়বিচারের দাবিতে গাজীপুর সিভিল সার্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং কালীগঞ্জ থানার ওসির কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। স্থানীয় গণমাধ্যমকর্মীরাও তাকে সার্বিক সহযোগিতা করেন।
পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে উপজেলা প্রশাসন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা লঙ্ঘনের দায়ে ক্লিনিকের মালিক জাকিয়াকে ৮০ হাজার টাকা জরিমানা করে এবং অনুমোদন না থাকায় ক্লিনিকটি সিলগালা করে। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ বলেন, “অনুমোদনহীন ও অবৈধভাবে পরিচালিত ক্লিনিকগুলোর বিরুদ্ধে অভিযান চলবে। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।” এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা প্রশাসনের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম প্রতিরোধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।